Advertisement
২৪ এপ্রিল ২০২৪
শ্যামপুকুর

চার হাতে ম্যাচ খেলে শশীর ‘পূর্ণ প্রকাশ’

ভোট শেষ হওয়ার মুখে চওড়া হাসি শশী পাঁজার। ‘‘অ্যালবার্ট, কালা, অমিত, রঘু— সবাইকে আমি চিনি। সবাই দলের কর্মী। এরা ভোট করাবে না তো কি ঘরে বসে থাকবে?’’

সোমা মুখোপাধ্যায় ও পারিজাত বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০১:৪২
Share: Save:

চার মূর্তির খেল!

এক: অ্যালবার্ট। কাশী দত্ত স্ট্রিটের পার্টি অফিসের সামনে দু’হাতে জলের বোতল নিয়ে জাগলিং করতে করতে বললেন, ‘‘আমি কোথাও যাব না। এখানে বসেই যা করার করব।’’ তাঁর আদর্শ অনুব্রত মণ্ডল— ‘‘অনুব্রতর মধ্যে একটা ক্যালি আছে।’’

দুই: অমিত সেন। কানে ব্লু-টুথ। এক হাতে শালপাতায় কচুরি-আলুর দম। অন্য হাতে ভোটার স্লিপের গোছা বিলোচ্ছেন। পাশের চেয়ারে বেশ কিছু ভোটার কার্ড। সামনে সার সার অটোয় বাছাই করা ভোটার তুলতে তুলতেই মন্তব্য, ‘‘মস্তানি নয়। জনসেবা করছি।’’

তিন: কালাচাঁদ পাল ওরফে কালা। বাগবাজারের কাঁটাপুকুর, শান্তি ঘোষ স্ট্রিট এলাকার দাপুটে চরিত্র। ভরদুপুরে এলাকারই এক বহুতলে তাঁর নেতৃত্বে নাম বসছিল অজস্র খালি ভোটার স্লিপে। কালা বললেন, ‘‘শশীদির কাজে ব্যস্ত আছি। রিপোর্টারদের সঙ্গে কথা নয়।’’

চার: রঘু। জোড়াবাগান থানার সামনে থামল তাঁর ‘হিরো প্যাশন’ বাইক। সবুজ পাঞ্জাবি পরে বাইক থেকে নামতেই পথচলতি লোকজন হাতজোড় করে দাঁড়ালেন। ফুটপাথের গ্যারাজে চেয়ার টেনে বসতে বসতে রঘুর মন্তব্য, ‘‘সকালে পুজো করেছি, সুগারের ওষুধ খেয়েছি। এখন সরাসরি ভোটে নেই। তবে দিদির সঙ্গে আছি।’’

ভোট শেষ হওয়ার মুখে চওড়া হাসি শশী পাঁজার। ‘‘অ্যালবার্ট, কালা, অমিত, রঘু— সবাইকে আমি চিনি। সবাই দলের কর্মী। এরা ভোট করাবে না তো কি ঘরে বসে থাকবে?’’

শ্যামপুকুর কেন্দ্রে বৃহস্পতিবারের এই ছবি সামনে রাখলেই বোঝা যায়, ভোট সেখানে কতটা ‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ’ হয়েছে।

সংসারে চওড়া ভাঙন। তাঁর এলাকায় দলের নিচুতলার একাংশ তাঁর বিরুদ্ধে মাঠে নেমে বিদ্রোহের হুমকি দিয়েছেন। ঘর-শত্রু বিভীষণদের

সামলে জিততে মরিয়া শশী এলাকার এই চার মূর্তিকেই ভোট বৈতরণী উতরে দেওয়ার ভার দিয়েছিলেন। তাঁরা তা পালনও করেছেন দিনভর। তাঁদের দাপটে নিজের গলি ছেড়ে বেরোনোর সাহস পাননি দাপুটে সিপিএম নেতা সুধাংশু শীল ও তাঁর সঙ্গীরা। দুপুরের পরে পরিচিত সাংবাদিকদের ফোন করে সুধাংশুবাবুর আর্তনাদ, ‘‘ভয়ঙ্কর কাণ্ড। সব লুঠ হয়ে গেল! আমরা দেখেও কিছু করতে পারছি না।’’

পরিস্থিতির আঁচ পাওয়া গিয়েছিল এ দিন সকালেই। শ্যামপুকুরের ২০ নম্বর ওয়ার্ডে প্রদীপ শীল ওরফে অ্যালবার্টের মুখে ১০টা না বাজতেই চওড়া হাসি। সাফারি স্যুট পরা চেহারা তাঁর পিঠ চাপড়ে আশ্বাস দিলেন, ‘‘সিপিএম গিয়েছে মায়ের ভোগে। কোনও শালা বাইরে বেরোচ্ছে না। দিদি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন।’’

তা হলে তো আর অ্যালবার্টের ‘গুস্সা’র কারণ নেই। বিনয়ের হাসি হেসে বললেন, ‘‘আমার গুস্সা আসে না। জানতাম তো, কী হচ্ছে।’’

তার কিছুক্ষণ আগেই শোনা গিয়েছিল অমিত সেনের নাম। পুরনো আহিরীটোলার বেশ কিছু বাড়ি থেকে ভোটারেরা ভোট দিতে বেরোতে পারছেন না, তাঁদের কার্ড কেড়ে নেওয়া হচ্ছে শুনে যাওয়া হয়েছিল এলাকায়। চারপাশ সুনসান। যে দু’-এক জনের দেখা পাওয়া গেল, তাঁরা চোখ নামিয়ে বললেন, ‘সব ঠিক আছে’। শুধু এক জনের স্বগতোক্তি, ‘‘সত্যি কথা বললে কি অমিত আর এই পাড়ায় টিকে থাকতে দেবে?’’

কে এই অমিত? কয়েক পা এগোতেই আহিরীটোলা স্ট্রিটে দেখা হয়ে গেল। পেশায় প্রোমোটার, পাশাপাশি তৃণমূলের সক্রিয় কর্মী। তাঁর নামে অভিযোগ শুনে হেসে বললেন, ‘‘পাড়ার ছেলে কখনও মস্তানি করে? ওদের দলের লোকেরাই ভোটে উৎসাহ হারিয়েছে।’’ তাঁর চারপাশে অটোর ভিড় তখন বাড়ছে। বাড়ছে ছেলের সংখ্যাও। তাড়া তাড়া ভোটার কার্ড আর স্লিপ তাঁরা জমা করছেন অমিতের হাতে। সে সব গোছাতে গোছাতেই অমিতের প্রশ্ন, ‘‘আর কোনও অভিযোগ? একটু জল-মিষ্টির ব্যবস্থা করি এ বার?’’

এরই মধ্যে খবর আসতে লাগল দর্জিপাড়ার গণ ভবন, ডাফ স্কুল, টাউন স্কুল, বিদ্যাভারতী স্কুলে দেদার ছাপ্পা ভোট চলছে। গণ ভবনের দোতলায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী পিয়ালী পালের এজেন্ট প্রতিবাদ করতেই আঙুল উঁচিয়ে তেড়ে এলেন তৃণমূলের এজেন্ট রমাকান্ত অগ্রবাল। ‘‘ভোট মিটে গেলে রিপোর্টারেরা বাঁচাবে?’’ পিয়ালীর আর এক এজেন্টের ফোনে তখন অভিযোগ এসেছে, বাগবাজারের পাঁচ নম্বর শান্তি ঘোষ স্ট্রিটের এক ফ্ল্যাটবাড়িতে ভিতর থেকে তালা লাগিয়ে স্লিপে ‘পছন্দের ভোটার’দের নাম ভরছেন কালা। শোনা যায়, তিনি নাকি শশী পাঁজার ডান হাত প্রসূন ঘোষের খাস লোক। বাগবাজার এলাকায় তাঁর কাজকর্ম যথেষ্ট ‘চর্চিত’। দেখা করতে চাইলে সটান ‘না’ করে দিলেন কালা এবং প্রসূন দু’জনেই।

এক কথাতেই অবশ্য দেখা করতে রাজি হয়েছিলেন ২১ নম্বর ওয়ার্ডের রঘু হাজরা। শশী-বিদ্রোহীদের মতে, তিনিই এ বার ২১ নম্বর ওয়ার্ডের ‘অপারেশন’ সামলাচ্ছেন। অ্যালবার্ট-ঘনিষ্ঠ রঘু নাকি ‘শশীদি’কে অন্তর থেকে ভালবাসেন। তাই তাঁকে জেতাতে ‘সব কিছু করতে’ প্রস্তুত। বললেন, ‘‘আমি রামকৃষ্ণের ভক্ত। প্রতিহিংসা চাই না। যা করছি বুঝিয়ে সুজিয়ে করছি।’’ ফোনে অনবরত বিভিন্ন লোককে আশ্বাস দিচ্ছিলেন— ‘‘চিন্তা নেই। সব ঠিক চলছে।’’

দুপুরের পরে বিভিন্ন বুথে ভিড় যখন ক্রমশ পাতলা হতে শুরু করেছে, তখনই আহিরীটোলা বঙ্গবিদ্যালয়ের সামনে আবার দেখা অ্যালবার্টের সঙ্গে। আপনি এখানে যে! বলতেই ‘আমি শশী পাঁজার এজেন্ট’ বলে তির বেগে বুথের ভিতরে ঢুকে গেলেন। তাঁর পরিচয়পত্রও দেখতে চাইল না কেন্দ্রীয় বাহিনী। তাঁকে অনুসরণ করে ভিতরে ঢুকে দেখা গেল, দোতলার একটি ঘরে এজেন্টের পাশে বসে আছেন তিনি। আপনার পরিচয়পত্র কোথায়? কয়েক সেকেন্ডে ভোল বদলে অ্যালবার্টের গুস্সা এল, ‘‘আমি তো শশী পাঁজার এজেন্ট নই। আমি নির্দল প্রার্থী শম্পা বসুর রিলিভার।’’ সেই পরিচয়পত্রই বা কোথায়? দেখাতে পারেননি অ্যালবার্ট। প্রিসাইডিং অফিসার জয়দীপ মুখোটি বলেন, ‘‘দলের চেনা লোক বুথে থাকতেই পারেন। ওতে দোষ নেই।’’ সব দেখেও নীরব কেন্দ্রীয় বাহিনী। ততক্ষণে শ্যামপুকুরের একাধিক জায়গা থেকে সিপিএম এবং বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের উপরে হামলার খবর আসতে শুরু করছে। রাতে সেই হামলাই গুরুতর আকার নেয়। দর্জিপাড়ার কাটমার বাগান বস্তি এবং পাশেই বিক্ষুব্ধ তৃণমূল কর্মী স্বপন ভদ্রের ফ্ল্যাট আক্রান্ত হয়।

তবে এত কিছুর পরেও সন্ধ্যায় সিপিএম নেতা সুধাংশুবাবু তাঁর দুপুরের বক্তব্য সংশোধন করে দাবি করেন, ‘‘যতটা খারাপ ভেবেছিলাম, ততটা খারাপ হয়নি।’’

অর্থাৎ, ম্যাচটা তাঁরা ছাড়ছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 Shashi Panja TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE