Advertisement
৩০ এপ্রিল ২০২৪
ফুটেজ যাচ্ছে হায়দরাবাদে

ঘুষ-ভিডিও যাচাইয়ের নির্দেশ

নারদ নিউজের ঘুষ-ভিডিও যাচাই করবে হায়দরাবাদের ফরেন্সিক ল্যাবরেটরি। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০৩:৫৪
Share: Save:

নারদ নিউজের ঘুষ-ভিডিও যাচাই করবে হায়দরাবাদের ফরেন্সিক ল্যাবরেটরি। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আবার অভিযুক্তদের সাংসদ ও বিধায়ক পদ খারিজ এবং ভবিষ্যতে ভোটে দাঁড়ানোয় নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে করা আর একটি মামলাকেও হাইকোর্টের এই মামলার সঙ্গে মিশিয়ে নিতে নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি টি এস ঠাকুর।

শাসক দলের ডজন খানেক মন্ত্রী-সাংসদ-মেয়রের ঘুষ নেওয়ার যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, তার সত্যতা যাচাইয়ের কথা আগেই বলেছিল হাইকোর্ট। অভিযুক্তদের আইনজীবীর আপত্তিকে আমল না-দিয়ে প্রধান বিচারপতি ম়ঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়ে দিল, নারদ নিউজের কর্তা ম্যাথু স্যামুয়েলের তোলা ফুটেজ খাঁটি না জাল— তা যাচাই করবে হায়দরাবাদের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি।

ওই ফুটেজ, একটি পেনড্রাইভ এবং যে আই-ফোনটিতে ওই ভিডিও তোলা হয়, তা এখন হাইকোর্টের হেফাজতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে রয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রারকে ওই ফুটেজ, পেনড্রাইভ ও আই-ফোন এক সপ্তাহের মধ্যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টরের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। নারদ নিউজের কর্তা ম্যাথু রেজিস্ট্রারের হাতে ফুটেজ জমা দেওয়ার সময় জনিয়েছিলেন, তিনি আই-ফোনে ফুটেজ তুলে তা প্রথমে একটি ল্যাপটপে রাখেন। পরে তা একটি পেনড্রাইভে গচ্ছিত রাখেন। এ দিন ডিভিশন বেঞ্চ ম্যাথুকে নির্দেশ দিয়েছে, রেজিস্ট্রারের উপস্থিতিতে ওই ল্যাপটপ ফরেন্সিক ল্যাবরেটরির ডিরেক্টরের হাতে নিজে গিয়ে জমা দিয়ে আসতে। আর ডিরেক্টরের প্রতি ডিভিশন বেঞ্চের নির্দেশ— ফুটেজ হাতে পাওয়ার চার সপ্তাহের মধ্যে পরীক্ষা করে তার রিপোর্ট মুখবন্ধ খামে রেজিস্ট্রার মারফত হাইকোর্টে জমা দিতে হবে। রিপোর্ট প্রকাশ না-করার নির্দেশও দেওয়া হয়েছে।

নারদ নিউজের স্টিং অপারেশনের পরে ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্তেরা সমস্বরে দাবি করেন, ওই ফুটেজ ভুয়ো। ফিরহাদ হাকিম বলেন— যে ঘরে তাঁকে টাকা নিতে দেখা গিয়েছে, তেমন ঘরে তিনি কোনও দিন বসেছিলেন বলেই মনে পড়ে না। বসলে নিশ্চয়ই মনে পড়ত। সাংসদ সৌগত রায় লোকসভার মধ্যেই বলেন, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে হেয় করতে তাঁর ও তাঁর দলের অন্য নেতাদের ছবি দিয়ে জাল ভিডিও প্রকাশ করা হয়েছে। গত মার্চ মাসে নারদের ফুটেজ জনসমক্ষে আসার পরেই হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বহু বার বলেন, মানুষ জানতে চায়, ফুটেজ ভুয়ো না খাঁটি। প্রধান বিচারপতি বলেন, ফুটেজ মিথ্যা হলে তা যেমন সমাজের পক্ষে বিপজ্জনক, সত্য হলেও সমান বিপজ্জনক।

ডিভিশন বেঞ্চ এর আগে আদালতে হাজির হয়ে ফুটেজ জমা দিতে নির্দেশ দিয়েছিল নারদ কর্তা ম্যাথুকে। কিন্তু ম্যাথুর আইনজীবী বিমল চট্টোপাধ্যায় আদালতে হলফনামা পেশ করে জানান, তাঁর মক্কেল নিজের ও ফুটেজের নিরাপত্তার কারণে আদালতে হাজির হয়ে ফুটেজ জমা দিতে পারছেন না। এর পরে রেজিস্ট্রারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গড়ে হাইকোর্ট নির্দেশ দেয়, দিল্লি গিয়ে ম্যাথুর কাছ থেকে ফুটেজ ও ওই সংক্রান্ত যন্ত্রপাতি নিয়ে এসে আদালতে জমা দিতে। রাজ্য পুলিশের এক আইজি এবং সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার এক পুলিশ সুপারকেও ওই কমিটিতে রাখা হয়। রেজিস্ট্রার জয়ন্ত কোলে চলতি মাসে দিল্লি গিয়ে ফুটেজ, আই-ফোন ও পেন ড্রাইভ সংগ্রহ করে আনেন।

নারদ নিউজের ভিডিওয় তৃণমূল কংগ্রেসের যে সব জনপ্রতিনিধিদের ঘুষ নিতে দেখা গিয়েছে, তাঁদের বিধায়ক ও সাংসদ পদ খারিজের পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আর একটি মামলা করেছিলেন বিপ্লব চৌধুরী। আজ শুনানিতে তিনি প্রথমেই প্রশ্ন তোলেন, কলকাতা থেকে দিল্লিতে এসে কেন মামলা করতে হচ্ছে? মামলাকারীর আইনজীবী অশোক ভান যুক্তি দেন, হাইকোর্টের মামলায় শুধুই সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হচ্ছে, যেন বিধানসভা, লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যানকে ওই সব জনপ্রতিনিধিদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রধান বিচারপতি জানান, যেহেতু হাইকোর্টে মামলা চলছে, তাই সুপ্রিম কোর্ট এ বিষয়ে নাক গলাবে না। কলকাতা হাইকোর্টেই এ বিষয়ে আবেদন জানাতে হবে মামলাকারীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 narada
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE