Advertisement
০৪ মে ২০২৪

স্লগ ওভারে চালিয়ে ব্যাট করলেন নেতারা

উড়ালপুল ভাঙার ঘটনা থেকে শুরু করে সিন্ডিকেট— নানা বিষয় নিয়ে শনিবার, প্রচারের শেষবেলায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলের নেতারা। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাকও দিল জোট শিবির।

বসিরহাটে রাহুল গাঁধী।

বসিরহাটে রাহুল গাঁধী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০১:২৮
Share: Save:

উড়ালপুল ভাঙার ঘটনা থেকে শুরু করে সিন্ডিকেট— নানা বিষয় নিয়ে শনিবার, প্রচারের শেষবেলায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলের নেতারা। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাকও দিল জোট শিবির।

শনিবার সকাল থেকেই তীব্র গরম ছিল দুই জেলায়। তাকে উপেক্ষা করেই এ দিন জোটের সভাগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বসিরহাটের ভ্যাবলায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী। নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পরে এ দিন বসিরহাটে আসেন তিনি। কিন্তু মাঠের জমাট ভিড় তাতে হালকা হয়নি। চাঁদিফাটা রোদ মাথায় নিয়ে অপেক্ষা করার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দিয়ে রাহুল দাবি করেন, ‘‘কলকাতায় উড়ালপুল ভেঙে পড়ল। মমতাদেবীর দলের ঠিকাদার ওই উড়ালপুল তৈরি করছিল। খারাপ সিমেন্ট, স্টিল ব্যবহার করার জন্যই উড়ালপুল ভেঙেছে। উড়ালপুলের মতোই ভেঙে পড়বে মমতার সরকার।’’ আত্মবিশ্বাসী রাহুলের আরও দাবি, ‘‘বাংলায় সরকার গড়বে জোট। ওই ঘটনার তদন্ত করবে জোট সরকার।’’ সভায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বসিরহাট দক্ষিণের জোট প্রার্থী কংগ্রেসের অমিত মজুমদার-সহ বসিরহাট মহকুমার অনেক কংগ্রেস নেতা।


|বাদুড়িয়ায় রাজনাথ সিংহ।

এ দিন নামখানার সাতমাইল বাজারে সাগরের সিপিএম প্রার্থী অসীম মণ্ডলের সমর্থনে যৌথ সভা করেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। তাঁরা তৃণমূলের সন্ত্রাস প্রতিরোধের ডাক দেন। সীতারাম ইয়েচুরি দাবি করেন, ‘‘সঠিক ভাবে ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখমন্ত্রী থাকবেন না। সেটা জেনেই ওরা সন্ত্রাস করছে। রাজ্য জুড়ে সিপিএমের ৭ জন কর্মী খুন হয়েছেন। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

এ দিনই বাদুড়িয়া, বনগাঁ এবং গোবরডাঙায় সভা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বাদুড়িয়ার দলীয় প্রার্থী অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় তিনি দাবি করেন, ‘‘রাস্তা, পানীয় জল, স্কুল-কলেজ, হাসপাতাল এমনকী, ওষুধ পর্যন্ত নেই। অথচ এ রাজ্যে মদের কোনও অভাব নেই। রাজনাথের দাবি, ‘‘দশ মাস আগে এখানে এসে গরু পাচারের অভিযোগ পেয়েছিলাম। ব্যবস্থা নেওয়ার পরে বসিরহাট সীমান্ত দিয়ে গরু পাচার প্রায় বন্ধ হয়ে গিয়েছে।’’

বাদুড়িয়ায় সভায় ভিড় হলেও বনগাঁ এবং গাইঘাটায় রাজনাথের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো কম। বনগাঁ শহরের খেলাঘর মাঠে তিনি যখন সভা করতে আসেন, তখন সাধারণ মানুষের থেকে পুলিশ এবং নিরাপত্তা কর্মীর সংখ্যাই ছিল বেশি।


জয়নগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ডান দিকে) নামখানায় সীতারাম ইয়েচুরি। ছবি: নির্মল বসু, শশাঙ্ক মণ্ডল।

বিজেপি প্রার্থী কেডি বিশ্বাসের দাবি, ‘‘চড়া রোদের জন্যই ভিড় হয়নি। তা ছাড়া, সভা হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। সেটি হয়েছে দুপুর ২টোয়। তাই অনেকে এসেও চলে গিয়েছেন।’’ বনগাঁর পরে গাইঘাটার দলীয় প্রার্থী শঙ্কর ঠাকুরের সমর্থনে গোবরডাঙায় সভা করেছেন রাজনাথ।

বাসন্তীর সোনাখালিতে ও ভাঙড়ের চন্দনেশ্বরের মাঠে সভা করেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা শিলিগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া। দু’টি সভাতেই বিরোধী জোটকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘‘সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরীকে সংবাদমাধ্যম পিটিয়ে বাঘ তৈরি করেছে। ওঁরা মুখ্যমন্ত্রী মমতাকে হারাবে বলে এক ছাতার তলায় এসেছে। কিন্তু তা কোনও ভাবেই হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE