বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থনের দরজাটা খুলেই রাখল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের ফল বেরোনোর পর কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে মমতা বলেন, ‘‘বিজেপি-র সঙ্গে আমাদের মতাদর্শগত ফারাক আছে। তাদেরকে আমরা সমর্থন করতে পারি না। তবে, কোনও ইস্যুর সঙ্গে যদি সাধারণ মানুষের সম্পর্ক জড়িত থাকে সে ক্ষেত্রে আমরা বিরোধিতা করব না।’’
এ দিন ফল বেরোনোর পরই বামেরা অভিযোগ তোলে, বিভিন্ন কেন্দ্রে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। খড়্গপুর-সহ বেশ কয়েকটি কেন্দ্রে এমনটা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।