Advertisement
০৮ মে ২০২৪

কমিশনের চাপে তৃণমূল অফিসে তালা

নির্বাচন কমিশনের চাপে ভোটের মুখে ফুটপাথের উপরে তৈরি একটি দলীয় কার্যালয় বন্ধ করে দিতে বাধ্য হল তৃণমূল। সোমবার বিধাননগর এলাকার বরাটের ঘটনা। কমিশনের নির্দেশে দলীয় কর্মীরাই পার্টি অফিসে তালা দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ০৩:২৩
Share: Save:

নির্বাচন কমিশনের চাপে ভোটের মুখে ফুটপাথের উপরে তৈরি একটি দলীয় কার্যালয় বন্ধ করে দিতে বাধ্য হল তৃণমূল। সোমবার বিধাননগর এলাকার বরাটের ঘটনা। কমিশনের নির্দেশে দলীয় কর্মীরাই পার্টি অফিসে তালা দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু।

ওই কার্যালয়টি যশোর রোডের ওপরে বরাট এলাকায়। জায়গাটি দক্ষিণ
দমদম পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের অধীনে। সারা বছর সেখান থেকেই তৃণমূলের কাজকর্ম পরিচালনা হয়। সোমবার কার্যালয়টি কমিশনের নজরে পড়ে। তার পরেই সেটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কমিশন জানিয়েছে, ফুটপাথ সরকারি জায়গা, তাই ফুটপাথ দখল করে থাকা দলীয় কার্যালয় থেকে নির্বাচনের কাজ পরিচালনা হলে তা বিধিভঙ্গের আওতায় পড়বে। তাই কার্যালয়টি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, পার্টি অফিসের বাইরে চেয়ার পেতে বসে রয়েছেন কয়েক জন তৃণমূল কর্মী। তাঁরা জানান, বিতর্কে জড়াতে চান না। তাই কমিশনের নির্দেশ পালন করেছেন। সুজিতবাবুর অভিযোগ, বিরোধী দল সিপিএম ওই কার্যালয়টি নিয়ে কমিশনের কাছে অভিযোগ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE