জয়গাঁ থেকে উদ্ধার হওয়া টাকা। নিজস্ব চিত্র।
ভারত-ভুটান সীমান্তে প্রচুর পরিমানে নগদ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। বৃহস্পতিবার বিকালে ভুটান সীমান্তের কাছে জয়গাঁ এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর এক সঙ্গে ৫০ হাজারের বেশি নগদ টাকা বহন করা যায় না। সেই নিয়মেই বাজেয়াপ্ত করা হয়েছে এই টাকাগুলি।
জয়গাঁর ভুটান গেট সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা উদ্ধার করেছে পুলিশ। যদিও ওই ব্যবসায়ী পলাতক বলে জানা গিয়েছে। এই টাগুলির ব্যবাহারের ক্ষেত্রে কী পরিকল্পনা ছিল কোথা থেকে এগুলি এসেছে বা কাকে দেওয়ার পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
জয়গাঁ থানার ওসি জানিয়েছেন উদ্ধার হওয়া নগদ অর্থ অতিরিক্ত জেলাশাসকের কাছে পাঠানো হচ্ছে। এই বিপুল পরিমান টাকার উৎস নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy