Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: সফর বাতিল, তবু শুক্রবার বিকেলে এক ঢিলেই ৫৬ পাখি মারতে চান ৫৬ ইঞ্চি ছাতির মালিক

নীলবাড়ির লড়াইয়ে শুক্রবার মোদীর ১৩তম বাংলা সফরের কথা ছিল। পরিকল্পনা ছিল, সেই সফরে তাঁর ৪টি সমাবেশ হবে।

নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৯:৪৩
Share: Save:

রাজ্যে না এলেও শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দুই দফার ভোটগ্রহণের আগে শুক্রবার বাংলায় ভোটের প্রচারে রাজ্যের ৪ জায়গায় আসার কথা ছিল মোদীর। কিন্তু বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ টুইট করে মোদী নিজেই জানান, দেশের কোভিড পরিস্থিতি নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় তিন বাংলা সফর বাতিল করছেন। এর পরে সন্ধে পৌনে ৬টায় বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, সফর বাতিল হলেও শুক্রবার বিকেল ৫টায় দিল্লি থেকে ভাষণ দেবেন মোদী।

নীলবাড়ির লড়াইয়ে শুক্রবার মোদীর ১৩তম বাংলা সফর হওয়ার কথা ছিল। পুরনো পরিকল্পনা মতো এই সফরে তাঁর ৪টি সমাবেশ করার কথা ছিল— কলকাতা ছাড়াও মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। রাজ্যে করোনা সংক্রমণের বাড়াবাড়ি এবং প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে শুক্রবার সর্বাধিক ৫০০ মানুষের সামনে মোদী ভাষণ দেবেন বলে ঠিক হয়েছিল।

সপ্তম এবং অষ্টম দফায় রাজ্যে মোট ৭১ আসনে ভোটগ্রহণ রয়েছে। তার মধ্যে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থী মৃত্যুর কারণে ভোটগ্রহণ ১৬ মে। ফলে শেষ দু’দফায় মোট ৬৯ আসনে ভোটগ্রহণ। এর মধ্যে চার জেলার ৫৬ আসনের প্রচারই লক্ষ্য ছিল মোদীর। সেই পরিকল্পনা মতো, ৪ সভায় মোদী শারীরিক ভাবে হাজির থাকলেও ৫৬টি সভাস্থল তৈরি করেছিল বিজেপি। সফর বাতিল হলেও সেই সব সভাস্থলেই জায়ান্ট স্ক্রিনে মোদীর বক্তৃতা সম্প্রচারিত হবে শুক্রবার।

মোদীর শুক্রবারের ভার্চুয়াল বক্তৃতা সম্পর্কে বিজেপি-র পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের ৫৬ আসনের জন্য একটিই বক্তৃতা দেবেন মোদী। আগে ঠিক ছিল ৪ সভায় আলাদা আলাদা বক্তৃতা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP West Bengal Assembly Election 2021 Narenda Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE