অনেকেই আশা করেছিলেন এ বার তাঁদের ভাগ্যে ভোটের টিকিট জুটবে। কিন্তু শুক্রবার তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের পর থেকেই যেন ছবিটা বদলাতে শুরু করেছে দিকে দিকে। কেউ হতাশ হয়েছেন, কেউ ক্ষোভ উগরে দিয়েছেন দলের বিরুদ্ধেই। আবার কেউ দল ছাড়ার কথাও ভাবতে শুরু করেছেন ইতিমধ্যেই। প্রার্থিতালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই যেমন তৃণমূল ছাড়লেন দলের পশ্চিম বধর্মান জেলার সহ-সভাপতি তথা আসানসোল পুরনিগমের বিদায়ী মেয়র পারিষদ পূর্ণশশী রায়।
যদিও দল ছাড়ার কারণ হিসেবে পূর্ণশশী শারীরিক অসুস্থতাকেই তুলে ধরেছেন। বলেন, “শারীরিক ভাবে আমি অসুস্থ। দল করার মতো অবস্থাতে নেই। তাই ইস্তফা দিলাম।” পূর্ণশশী শারীরিক অসুস্থতাকে কারণ হিয়েবে দেখালেও গুঞ্জন শুরু হয়েছে, তাঁর এই সিদ্ধান্ত নাকি এ বারের ভোটে টিকিট না পাওয়ার জন্যই। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই কেন দল ইস্তফা দিলেন, পশ্চিম বধর্মান জেলার সহ-সভাপতিকে এই প্রশ্ন করা হলে সুকৌশলেই তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন।