Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সংঘর্ষে জ্বলল বাড়ি, মাথা ফাটল মহিলার

কোথাও শাসক দলের উপরে হামলার অভিযোগ, কোথাও শাসক দলই অভিযুক্ত। ভোটের পর থেকে এমন বেশ কিছু অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের কিছু এলাকায়। শনিবার রাত থেকে কোচবিহারের দিনহাটা, মালদহের মানিকচক এবং জলপাইগুড়ি জেলার মালবাজারে রাজনৈতিক হামলা, সংঘর্ষের অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০২:২৯
Share: Save:

কোথাও শাসক দলের উপরে হামলার অভিযোগ, কোথাও শাসক দলই অভিযুক্ত। ভোটের পর থেকে এমন বেশ কিছু অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের কিছু এলাকায়। শনিবার রাত থেকে কোচবিহারের দিনহাটা, মালদহের মানিকচক এবং জলপাইগুড়ি জেলার মালবাজারে রাজনৈতিক হামলা, সংঘর্ষের অভিযোগ উঠেছে।

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটার গীতালদহের খারিজা হরিদাস গ্রাম। শনিবার রাত ১০ টা থেকে সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ। সংঘর্ষে ২ মহিলা সহ দু’পক্ষের অন্তত ১১ জন জখম হয়েছেন বলে দাবি। জখমদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষে কয়েকটি বাড়িও জ্বালিয়েও দেওয়া হয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। দিনহাটার এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “গণ্ডগোলের খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।”

ভোটের আগে থেকেই এলাকায় উত্তেজনা চলছিলই। গত শনিবার হুমকি থেকেই সংঘর্ষের সূত্রপাত বলে দাবি। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস কর্মীরা সশস্ত্র অবস্থায় হামলা চালিয়েছে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা জরিনা বিবির স্বামী আবু মিয়াঁ বাধা দিতে গেলে তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। হাসিনা বিবি, হালিমা বেওয়া নামে দুই মহিলা তৃণমূল সমর্থককে মারধর করা হয়। তাঁদের একজনের পা ভেঙে গিয়েছে। আরেকজনের মাথা ফেটে গিয়েছে। কংগ্রেসের দাবি, তাঁদের সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পাল্টা এক তৃণমূল কর্মীর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের সিতাই কেন্দ্রের জয়ী প্রার্থী জগদীশ বসুনিয়া বলেন, “ভোটে না জিততে পেরে নানা জায়গায় আমাদের উপরে হামলার চেষ্টা করছে বিরোধীরা। মহিলাদেরও মারধর করা হয়েছে।’’ জেলা কংগ্রেস নেতা কেশব রায়ের অভিযোগ করেন, ‘‘ছক কষে সিরাজুল হকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় তৃণমূল কর্মীরা। বাড়ি ঘিরে রাখা হয়। ঘটনার সময় পুলিশকে জানিয়েও কোনও ফল মেলেনি।”

উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের মানিকচকও। গত শনিবার রাতে মানিকচকের জোমহাটে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে দুই পক্ষের অন্তত পাঁচ জন। আহতদের মধ্যে দুই তৃণমূল কর্মী চিকিৎসাধীন রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আর বাকিরা চিকিৎসাধীন রয়েছেন মানিকচক গ্রামীণ হাসপাতালে। ঘটনার পরিপেক্ষিতে রবিবার সকালে দুই পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। এ দিনের ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা রয়েছে। এই ঘটনায় কংগ্রেস এবং তৃণমূল দুই দলই একে অপরের প্রতি হামলা পাল্টা হামলার অভিযোগ তুলেছে।

জলপাইগুড়ির মালবাজারে আরএসপির পার্টি অফিস দখল করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গত শনিবার রাতে মালবাজারের আরএসপি দফতরের পতাকা নামিয়ে দিয়ে সেখানে তৃণমূলের পতাকা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আরএসপির দফতরের বাইরের দেওয়ালের লাল রং মুছে দিয়ে সাদা চুন রংও করে দেওয়া হয়। এ দিকে, আরএসপি দফতর দখল হচ্ছে শুনে ঘটনাস্থলে চলে আসেন মালবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন সাহা এবং মালবাজার যুব তৃণমূল সভাপতি অমিত দে। অন্য দলের কার্যালয় দখল করায় তৃণমূলের কোনও অনুমোদন নেই বলেও দাবি করেন স্বপন সাহা। এরপর স্বপনবাবুর নির্দেশে অমিত দে আরএসপির দফতর থেকে তৃণমূলের পতাকা নামিয়ে নিয়ে যান। দফতর দখল হয়ে যেতে বসেছিল জেনে রবিবার নড়েনড়ে বসে আরএসপির জেলা নেতৃত্ব।

রবিবার জলপাইগুড়ি জেলা আরএসপির সম্পাদিকা ছায়া রায় মালবাজারে আসেন। দলীয় নেতৃত্বর কর্মীদের সঙ্গে বৈঠকও করেন তিনি। এদিন ছায়াদেবী বলেন, ‘‘মালবাজারের পার্টি অফিস জলপাইগুড়ি জেলার অন্যতম ঐতিহ্যশালী দলীয় ভবন। তৃণমূলের পতাকা টাঙিয়ে পরে তা মালবাজারের তৃণমূলের নেতৃত্বরা এসে তা খুলে দিলেও আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।’’

বাস উল্টে মৃত্যু। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে বাস নীচে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে জয়গাঁ থানার হাসিমারা ফাঁড়ি এলাকায় হলং সেতুতে। বিষ্ণুমায়া শর্মা (৫১) নামে ওই মহিলা ঘটনাস্থলে মারা গিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে বাসটি জয়গাঁ থেকে লঙ্কাপাড়ার দিকে যাচ্ছিল। তোর্সা নদী পার করার পর হলং সেতুর উপর বাসটি উল্টে যায়। ঘটনায় ৩০ জন বাস যাত্রী জখম হয়েছেন। জখমদের বীরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 Injured Woman House-burned
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE