রাজ্যের স্বাস্থ্য বিভাগে এক হাজারের বেশি শূন্যপদে কর্মী প্রয়োজন। তাঁদের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে কাজের জন্য নিয়োগ করা হবে। সরাসরি নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগবিধিও প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদ ১,২২৭টি।
নিয়োগবিধিতে কী বলা হয়েছে?
- ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের নাম রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত থাকা আবশ্যক।
- অনূর্ধ্ব-৩৬ বছর বয়সিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন না। তবে, যাঁরা রাজ্য সরকারি হাসপাতালে পূর্বে কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে সর্বাধিক পাঁচ বছরের ছাড় মিলতে পারে।
- মেডিক্যাল প্র্যাকটিশনার হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যেতে পারে। বিদেশের মেডিক্যাল ডিগ্রি রয়েছে এবং জাতীয় মেডিক্যাল কমিশনের অধীনে নাম নথিভুক্ত থাকলেও একই ভাবে নিয়োগের ক্ষেত্রে সুযোগ মিলবে।
বেতন:
নিযুক্তরা প্রতি মাসে ৫৬ হাজার ১০০ টাকা বেতন হিসাবে পাবেন।
অনলাইনে আবেদনের শর্তাবলি:
- অনলাইনে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট মারফত (www.hrb.wb.gov.in) আবেদনপত্র জমা দিতে হবে।
- ওই পোর্টাল মারফত-ই আবেদনের আগে নাম নথিভুক্ত করা প্রয়োজন।
- আবেদনের জন্য ছবি, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে।
- আবেদনমূল্য হিসাবে ২১০ টাকা ধার্য করা হয়েছে।
- আবেদনের জন্য ১৩ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকবে।