রাজ্য সরকারি হাসপাতালে স্বল্পসময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ চারটি।
মেডিক্যাল অফিসার হিসাবে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিধারীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
-
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মখালি, নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রীয় সংস্থার
-
ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সংস্থা
-
পঞ্চকোট পাহাড়চূড়ায় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, জ্যোতির্বিজ্ঞান চর্চায় নতুন পদক্ষেপ
-
পাইথন জানেন? কৃত্রিম মেধায় দক্ষ হতে চান? কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কোর্স করার সুযোগ
পদপ্রার্থীদের বয়স ৫৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে ৪৪ দিনের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ১,০০,০০০ টাকা দেওয়া হবে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ নেওয়া হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রাজারহাট ক্যাম্পাসে। সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ নেওয়া হব ১৩ জানুয়ারি। ইন্টারভিউ দিতে আগ্রহীদের ফি হিসাবে ২০০ টাকা জমাও দিতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।