নয়া দিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ডিভিশনে গ্রাফিক ডিজ়াইনার, ডিটিপি অপারেটর এবং কম্পিউটার টাইপিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক ব্যক্তিকে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হতে পারে।
গ্রাফিক ডিজ়াইনিং বা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন বা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা গ্রাফিক ডিজ়াইনার পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আরও পড়ুন:
-
ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া, আবেদনের শর্তাবলি কী?
-
আইআইটি দিল্লিতে কর্মখালি, যোগ্যতা যাচাই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে
-
শুভ্রবসনার বন্দনায় ছক ভাঙার স্পর্ধা, ছাত্রীর পৌরোহিত্যে বাগদেবীর আরাধনা
-
ক্যানভাসে রঙের প্রলেপ, মাটি লেপে মূর্তির সাজ, জমজমাট আইআইইএসটি শিবপুরের আর্ট ফেস্টিভ্যাল
ডিটিপি অপারেটর হিসাবে ডেস্কটপ পাবলিশিং বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। হিন্দি, উর্দু বা সংস্কৃতে টাইপিংয়ের দক্ষতা থাকা আবশ্যক। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
কম্পিউটার টাইপিস্ট পদে নিযুক্তদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। ইংরেজির সঙ্গে হিন্দি বা উর্দুতে টাইপিংয়ের দক্ষতা থাকা আবশ্যক। ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নিয়মানুসারে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে।