গবেষণা সংক্রান্ত কাজের জন্য শিক্ষাকর্মী নিয়োগ করবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।
ফিল্ড ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর সেন্টার ফর এক্সপেরিমেন্টাল মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট পদে আগে কাজের অভিজ্ঞতার থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন কী ভাবে?
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। ২৪ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।