বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের।
কমিউনিটি হেলথ অফিসার, কমিউনিটি নার্স, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ রয়েছে ৩৩টি। পদ অনুযায়ী বেতন মিলবে। আবেদনের যোগ্যতাও আলাদা আলাদা রয়েছে। প্রার্থীর বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে (birbhum.gov.in) যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটটি দেখুন।