রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি। ওই সংস্থার তরফে সুপারভাইজ়ার এবং ওয়েব্রিজ অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। সিমেন্ট উৎপাদন কেন্দ্র কিংবা সমতুল ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। শূন্যপদ পাঁচটি।
উল্লিখিত পদে নিযুক্তদের সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া-র তান্ডুর সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতে হবে। সুপারভাইজ়ার পদে নিযুক্তদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা থাকা প্রয়োজন। এ ছাড়াও যাঁরা ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই শংসাপত্র অর্জন করেছেন, ওই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, আবেদনকারীদের ওই বিভাগে কাজের ন্যূনতম পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
ওয়েব্রিজ অপারেটর পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের ওই কাজে অন্তত এক বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে। মোট দু’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য তাঁদের সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দফতরে উপস্থিত থাকা প্রয়োজন। ২ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন জীবনপঞ্জি-সহ সমস্ত আনুষঙ্গিক নথি সঙ্গে রাখা আবশ্যক।