রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে কর্মখালি। ওই সংস্থায় রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
প্রতিষ্ঠানের তরফে ‘ডেভেলপমেন্ট অফ এনার্জি ইন্টারনেট বেসড নেক্সট জেনারেশন স্মার্ট গ্রিড’ শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই কাজের জন্য অনূর্ধ্ব ৩০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের পাওয়ার সিস্টেম, পাওয়ার ইলেক্ট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
একই সঙ্গে প্রার্থীদের ম্যাটল্যাব, সিমুলিঙ্ক নিয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক। নিযুক্তদের ওই কাজের জন্য প্রতি মাসে ৩০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
প্রতিষ্ঠানের ঠিকানায় ৩০ এপ্রিলের মধ্যে সমস্ত আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রটি প্রতিষ্ঠানের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠানো প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রিসার্চ অ্যাসোসিয়েটের কাজ সম্পর্কিত বিষয়ে আরও তথ্য জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।