ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষিত? তা হলে এমন প্রার্থীরা চাকরির সুযোগ পেতে পারেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-এ (সিড্যাক)। কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ ২৮টি।
উল্লিখিত পদে কম্পিউটার সায়েন্স, সফ্টঅয়্যার ডেভেলপমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তবে, স্নাতকেরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর এবং কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের পূর্বে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট, ক্লাউড কম্পিউটিং, হেলথ ইনফরমেটিক্স,কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, ফ্রন্টএন্ড বা ব্যাকএন্ড সংক্রান্ত কাজে এক থেকে ন’বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা মাসে ৩৭ হাজার ৫০০ টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত বেতন হিসাবে পাবেন।
অনলাইনে কিংবা অফলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য তাঁদের আগাম আবেদন জানানো প্রয়োজন। সিড্যাক-এর ওয়েবসাইটে (careers.cdac.in) গিয়ে নাম নথিভুক্ত করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ ডিসেম্বর।