কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ। প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে বেসিল। ওই কাজের জন্য এক জন প্রয়োজন।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। তাঁদের চার বছর কোনও সরকারি বা বেসরকারি দফতরের নেটওয়ার্কিং, ডেটা সেন্টার, ই-গর্ভনেন্স বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
পাশাপাশি, ওই বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের অন্তত দু’বছর কোনও সরকারি সংস্থায় সাইবার সুরক্ষা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেস্টিং অ্যান্ড কমিশনিং বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
প্রাথমিক ভাবে ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। ওই মেয়াদ সম্পূর্ণ হলে চাহিদার ভিত্তিতে চুক্তির মেয়াদ বা়ড়ানো হতে পারে। প্রতি মাসে ৪৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আগ্রহীরা ডাকযোগে ছবি, স্বাক্ষরের প্রতিলিপি, জন্মের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি, কর্মজীবনের শংসাপত্র-সহ আবেদনপত্র পাঠাতে পারেন। আবেদনমূল্য হিসাবে ২৯৫ টাকার ডিমান্ড ড্রাফ্ট পাঠাতে হবে। পদপ্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। আবেদনের শেষ দিন ৩১ ডিসেম্বর।