রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ তথা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অপারেশন সার্ভিস এবং হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এগ্জ়িকিউটিভ ডিরেক্টর পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।
কারা আবেদন করবেন?
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা অপারেশন সার্ভিস বিভাগের পদে আবেদন করতে পারবেন। এ জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রে অন্তত ২০ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এর মধ্যে ন্যূনতম দু’বছর জেনারেল ম্যানেজার কিংবা স্টেশন ম্যানেজার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতেই হবে।
আরও পড়ুন:
বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পদে আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত পদে এইচআর হিসাবে কোনও ইঞ্জিনিয়ারিং সংস্থা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিযুক্তদের বয়স ৫২ থেকে ৫৯ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের জন্য প্রতি মাসে ১,৫৬,৫০০ টাকা থেকে ২,১০,৮০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
তার আগে আগ্রহীদের অনলাইনে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩০ ডিসেম্বর।