নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি)-এ কাজের সুযোগ। এ কথা জানিয়ে সদ্য বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের জন্য নির্দিষ্ট মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে কোনও আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে ফেসিলিটেটর পদে। শূন্যপদ রয়েছে একটি। বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন অফ ইনপুট ডিলার্স কোর্স (ডিএইএসআই)-এর জন্য এই নিয়োগ। তাঁকে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য এক বছরের মেয়াদে সংশ্লিষ্ট পদে বহাল রাখা হবে। এর পর তাঁর কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২২,৫০০ টাকা।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমার উল্লেখ নেই। তবে প্রার্থীদের এগ্রিকালচার বা হর্টিকালচারে স্নাতক বা স্নাতকোত্তরের সঙ্গে তিন বছর এগ্রিকালচার বা সম্পর্কিত ক্ষেত্রে কাজের তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের এগ্রিকালচারে স্নাতকোত্তীর্ণ হওয়ার পর কৃষি বিজ্ঞান কেন্দ্র, রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় অথবা কৃষি বিভাগে কাজের ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
আগামী ২৯ জুলাই সকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য তথ্য নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।