সময়ের সঙ্গে আন্তর্জাতিক পরিসরে রাজনীতির রূপরেখা বদলেছে। তার প্রভাবে অর্থনৈতিক সমীকরণের উত্থানপতনের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ঘটনা পরম্পরার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত ক্ষমতার রসায়ন নিয়ে চর্চার জন্য পরিসর বেড়েছে। বিশেষ করে রাষ্ট্রপুঞ্জ কিংবা আন্তর্জাতিক সম্মেলনে প্রায়ই বিভিন্ন দেশের প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দেখা মেলে।
কী নিয়ে পড়তে হয়?
এই বিভাগে বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য প্রথাগত ডিগ্রি এবং দক্ষতা— দুই-ই থাকা প্রয়োজন। দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, গ্লোবাল স্টাডিজ়, ডিপ্লোমেসি, স্ট্র্যাটেজিক স্টাডিজ় বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্স পড়ার সুযোগ রয়েছে। এই সমস্ত বিষয়গুলি যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে।
কাজের সুযোগ:
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনার পর যাঁরা চাকরির সুযোগ খুঁজছেন, তাঁরা সিভিল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান ফরেন সার্ভিস-এ যোগ দিতে পারেন। এ ছাড়াও বিদেশ মন্ত্রক, দূতাবাস-এ স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে।
বিভিন্ন দেশের রাজনৈতিক ভাবধারা, আর্থিক পরিস্থিতি বিচার করে সঠিক পরামর্শ দেওয়ার দক্ষতা থাকলে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া যায়।
যে সমস্ত পদে নিয়োগ করা হয়:
ফরেন সার্ভিস অফিসার, ডিপ্লোম্যাট, ইন্টালিজেন্স অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনসালট্যান্ট, কনস্যুলার অফিসার, ইন্টারন্যাশনাল পলিসি অ্যানালিস্ট, ইমিগ্রেশন স্পেশ্যালিস্ট পদে এই বিষয়ের বিশেষজ্ঞদের চাকরির সুযোগ রয়েছে।
অন্য ক্ষেত্রে সুযোগ:
স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করার পর গবেষক হিসাবেও এই পেশায় প্রবেশের পথ খোলা রয়েছে। সে ক্ষেত্রে পরবর্তীতে সাংবাদিকতা, বাণিজ্য কিংবা শিক্ষকতার ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসাবে চাকরির পেতে পারেন।
মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পরিসরেও এই বিষয়ের বিশেষজ্ঞদের চাকরির সুযোগ রয়েছে। এখানে আইনজীবী পরামর্শদাতা, নীতি নির্ধারণকারী হিসাবে কাজ করতে পারবেন।
কিন্তু এ সব ক্ষেত্রে আগ্রহ থাকা খুব জরুরি। আন্তর্জাতিক স্তরের রাজনৈতিক টানাপোড়েন, বিশ্ব অর্থনীতির হাল হকিকত নিয়ে নিয়মিত চর্চা করতে পারলে এই কাজে অগ্রগতির সুযোগ রয়েছে। তাই সঠিক কৌশল স্থির করতে পারার সঙ্গে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও থাকা দরকার। সর্বোপরি বিষয়বস্তু নিয়ে আগ্রহী থাকতেই হবে।