ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণকে নিয়োগ করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্যই নেট উত্তীর্ণদের কাছে আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ ক’টি সে সম্পর্কে অবশ্য কোনও তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।
নিউরোবায়োলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, বায়োটেকনোলজি, জ়ুলজি, ফিজ়িয়োলজির মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ২০২৩-এর মধ্যে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদনই গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
এ ছাড়াও আবেদনকারীদের আরএনএ আইসোলেশন এবং আরটিপিসিআর সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক। মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার ১০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের ২৩ অগস্টের মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের প্রমাণপত্রের মতো নথি থাকা আবশ্যক। এই বিষয়ে আরও তথ্যের জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (presiuniv.ac.in) দেখে নিতে পারেন।