নির্দিষ্ট সময়ের চুক্তিতে গবেষণার সুযোগ দেবে কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থা। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার) কলকাতায় এমন কাজের জন্য কর্মী প্রয়োজন। ওই সংস্থায় প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের আবেদন চাওয়া হয়েছে।
একটি মাত্র শূন্যপদে ওই কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। ওই পদে ফার্মাসি, মেডিসিনিয়াল কেমিস্ট্রি কিংবা লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন।
এ ক্ষেত্রে তাঁদের স্তন ক্যানসার নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও ফার্মাকোলজি স্টাডিজ়-এর ‘ইন ভিট্রো’ এবং ‘ইন ভিভো’ সংক্রান্ত বিষয়ে গবেষণার অভিজ্ঞতাও থাকা চাই। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
মোট চার বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ চলবে। তবে ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৬,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তের পোস্টিং কলকাতার দফতরে হতে চলেছে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গেই জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও পাঠানো প্রয়োজন। ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে নাইপার, কলকাতা।