ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের নয়া দিল্লির ক্যাম্পাসে কাজের জন্য সিনিয়র রিসার্চ ফেলো এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি।
নিযুক্তের জন্য প্রতি মাসে ১৮,৭৯৭ হাজার টাকা থেকে ৪২,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে উল্লিখিত পদে নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে কৃষিবিদ্যা, অ্যাগ্রোনমি, এন্টোমোলজি, প্লান্ট প্যাথোলজি, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ফিল্ড ওয়ার্ক এবং গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ২৮ অক্টোবর আবেদনের শেষ দিন। বাছাই করা প্রার্থীদের ৪ নভেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। সংস্থার নয়া দিল্লির দফতরে ইন্টারভিউ নেবেন বিশেষজ্ঞেরা।