কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। এই মর্মে সদ্যই একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) দিল্লির ডিভিশন অফ ডেলিভারি / ইমপ্লিমেন্টেশন রিসার্চের একটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে পাবলিক হেলথ, সাইকোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত জার্নালে পদপ্রার্থীর অন্তত দু’টি রিসার্চ পেপার বা রিভিউ পেপার প্রকাশিত হতে হবে।
আরও পড়ুন:
-
ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড, আবেদন কী ভাবে?
-
কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে সফট্অয়্যার ইঞ্জিনিয়ার ট্রেনি প্রয়োজন, আবেদনের শর্তাবলি কী কী?
-
গণজ্ঞাপনে পিএইচডি সম্পূর্ণ করেছেন? মিলবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ
-
মাধ্যমিক পাশ করেছেন? রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসে কাজের সুযোগ
অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। মাসিক পারিশ্রমিক ৬৭ হাজার টাকা।
আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। এর জন্য একটি ফর্ম পূরণ করে তাতে সমস্ত তথ্য পেশ করতে হবে। ৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।