ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণীতে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে কর্মী। কমিউনিকেশন এবং সিগন্যাল প্রসেসিং ল্যাবরেটরির কাজে নেওয়া হবে এই পদে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ২১,৭০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিকস/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতেও মেল করতে হবে। ১১ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ওয়েবসাইটটি দেখতে পারেন।