ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং ফিন্যান্সে (আইবিএফ) চাকরির সুযোগ। সম্প্রতি ব্যাঙ্কের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বইতে কর্মস্থল হবে।
জুনিয়র এগ্জ়িকিউটিভ নিয়োগ করা হবে। শূন্যপদ ১০টি। বার্ষিক বেতন হবে ৮.৭ লক্ষ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য, অর্থনীতি, বিজ়নেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আইবিএফ-র ওয়েবসাইটে (https://www.iibf.org.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১২ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইবিএফ-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।