ভারতীয় নৌবাহিনীর অধীনে প্রশিক্ষণের সুযোগ। শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে নিযুক্তদের বিভিন্ন ট্রেডের কাজ শেখানো হবে। তাঁদের প্রশিক্ষণ বিশাখাপত্তনমের নাভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসেস স্কুলে হতে চলেছে। মোট আসন সংখ্যা ২৭৫।
কারা প্রশিক্ষণ পাবেন?
মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন। তবে, তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এর (আইটিআই) অধীনে মেকানিক ডিজেল, মেকানিস্ট, মেকানিক, ফাউন্ড্রিম্যান, ফিটার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়েল্ডার, পেন্টার-সহ সমতুল ট্রেডে শংসাপত্র থাকা প্রয়োজন। তবে পূর্বে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন, এমন ব্যক্তিরা সুযোগ পাবেন না।
আরও পড়ুন:
প্রশিক্ষণের সময়:
মোট এক বছরের চুক্তিতে প্রশিক্ষণ চলবে। তাতেই উল্লিখিত ট্রেডের সঙ্গে শিপ মেটাল ওয়ার্কার, মেকানিক মেকাট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে প্রশিক্ষণ নিতে পারবেন।
যোগ্যতা যাচাই:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ ছাড়াও মেডিক্যাল টেস্টও নেওয়া হবে। ওই সমস্ত পরীক্ষা ২০২৬-এর ২৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত হতে চলেছে। পরীক্ষার সূচি বদলাতেও পারে।
ভাতা:
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৭,৭০০ টাকা থেকে ৮,০৫০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আবেদন:
ডাকযোগে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২ জানুয়ারি। প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) এনরোলমেন্ট নম্বরের তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার মতো নথি পাঠাতে হবে।