মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি রয়েছে? চাকরির সুযোগ পেতে পারেন ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায়। ওই হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের দু’বছর থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্টের বয়স ৩৫ বছর এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে নিযুক্তের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। গবেষণা প্রকল্পটিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) আর্থিক অনুদান দেবে। তাই নিযুক্তরা ওই সংস্থার নিয়মানুসারেই প্রতি মাসের পারিশ্রমিক পাবেন।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। আইপিজিএমইআর, কলকাতার তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১৭ জুন ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে আইপিজিএমইআর, কলকাতার ওয়েবসাইট (www.ipgmer.gov.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।