গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রায়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ কাজের সুযোগ দিয়ে থাকে। এ বার এই প্রতিষ্ঠান ইন্টার্ন নিয়োগ করছে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
দামোদর ভ্যালি কর্পোরেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজের জন্য দু’জন ইন্টার্ন নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে এই নিয়োগ করা হবে। আবেদনের জন্য মেকানিক্যাল/ পাওয়ার/ অটোমোবাইল/ অ্যারোস্পেস/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ন্যানোসায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা দেখতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন। প্রতি মাসে ৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদন কী ভাবে?
প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই jadavpuruniversity.in ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৬ জুলাইয়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।