এমবিএ সম্পূর্ণ করেছেন? এমন ব্যক্তিকে প্রসার ভারতী কলকাতায় নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। মার্কেটিং এগজ়িকিউটিভ হিসাবে প্রসার ভারতীর কলকাতা কেন্দ্রের কর্মাশিয়াল ব্রডকাস্টিং সার্ভিসে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সেলস বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং মার্কেটিং বিষয়ে এমবিএ রয়েছে, কিংবা পিজি ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। ওই কাজে তাঁকে দু’বছরের চুক্তিতে বহাল রাখা হবে।
আরও পড়ুন:
-
পুষ্টিবিদ্যা নিয়ে পড়েছেন? কাজের সুযোগ রয়েছে সাগর দত্ত হাসপাতালে
-
বসু বিজ্ঞান মন্দিরে কর্মখালি, স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের জন্য কাজের সুযোগ
-
ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের কলকাতার দফতরে কর্মখালি, কারা আবেদন করবেন?
-
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে যোগ্যতা যাচাই
নিযুক্ত ব্যক্তিকে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিয়োর বিভিন্ন কেন্দ্রের ডিরেক্ট সেলস রেভিনিউ-এর বিষয়টি দেখতে হবে। এ ছাড়াও সেলসের কাজের জন্য ক্লায়েন্টের সঙ্গে সরাসরি কথা বলা, প্রেজেস্টেশন তৈরি করে তা যথাস্থানে পেশ করার দায়িত্ব পালন করতে হবে।
অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তিরা সরাসরি প্রসার ভারতীর ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ২৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ইমেল মারফতও পদপ্রার্থীরা আবেদন জমা দিতে পারেন। আবেদন সংক্রান্ত অন্যান্য শর্তাবলি জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।