উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দেবে গবেষণার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট প্রকল্পে কাজ চলছে। তাতেই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে ভূতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের জোয়ার জলে পুষ্ট ভূমি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। শূন্যপদ একটি।
আরও পড়ুন:
নিযুক্তকে প্রতি মাসে ২৭,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। নিযুক্তের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সুযোগ পাওয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কবে ইন্টারভিউ নেওয়া হবে, তা বাছাই করা প্রার্থীদের ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে।