মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জেলার আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফে নিয়োগ করা হবে কর্মী। তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তি (ফান্ড ম্যানেজমেন্ট ও ফাইন্যানশিয়াল ইনক্লুশন) বিভাগের কাজের জন্য রিসোর্স পার্সন নিয়োগ করা হবে। তিনটি বিভাগে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে তিনটি। প্রতি দিন অনুযায়ী ১২০০, ১৫০০ এবং ২২০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার এবং জেনারেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (murshidabad.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।