উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কাজের সুযোগ। এ নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, হাসপাতালের একটি বিভাগে করোনা অতিমারি নিয়ে গবেষণার কাজ হবে। সেই প্রকল্পের জন্যই বিশেষজ্ঞ প্রয়োজন। এর জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘প্রিভেনশন অফ স্প্রেড অফ কোভিড-১৯ (আরটি-পিসিআর ল্যাবরেটরি)'।
প্রকল্পে মলিকিউলার বায়োলজিস্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মলিকিউলার বায়োলজি/ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ বায়োকেমিস্ট্রি/ ভাইরোলজি বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, আরটি-পিসিআর ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সংক্রান্ত জ্ঞান থাকাও জরুরি।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর হাসপাতালে ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারেন।