ডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে সুযোগ পাবেন। ওই বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ়-এর প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস (ডেটা সায়েন্টিস্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অর্থপুষ্ট প্রকল্পে রাশিবিজ্ঞান, পপুলেশন স্টাডিজ়, বায়ো-স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ম্যাথ্মেটিক্স বিষয়ে ডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের শিশু বিকাশ সম্পর্কিত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন:
নিযুক্তকে প্রতি মাসে ৬১,৬০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চুক্তির নিরিখে তাঁর কাজ চলবে। নিযুক্তের বয়স কত হতে হবে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য কোনও তথ্য দেয়নি।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ে যোগদান করতে হবে। এর জন্য তাঁদের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসা দরকার। এই বিষয়ে আরও তথ্য জানতে আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (skbu.ac.in) নজর রাখতে পারেন।