উচ্চ মাধ্যমিকের পর চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন অনেকে। কেউ চান সরকারি বিভাগে কাজের সুযোগ, কেউ আবার বেসরকারি সংস্থায় যোগদান করতে আগ্রহী হন। এমন প্রার্থীরা ছোট, বড় কিংবা মাঝারি মাপের সংস্থাগুলিতে বেশ কিছু ‘এন্ট্রি লেভেল’ চাকরির সুযোগ পেতে পারেন। কিন্তু সে জন্য জেনে নেওয়া প্রয়োজন কোন কোন বিভাগে দ্বাদশ উত্তীর্ণেরা কাজের জন্য আবেদন করতে পারবেন?
ডেটা এন্ট্রি অপারেটর:
কম্পিউটারে দ্রুত টাইপ করার দক্ষতা থাকলে এই পদে চাকরি পেতে পারেন দ্বাদশ উত্তীর্ণেরা। এখন অনলাইনেও কাজ করার সুযোগ থাকে। ফলে বাড়িতে বসেই তথ্য লিখে রোজগার করতে পারবেন তাঁরা। মূলত ইনফরমেশন টেকনোলজি (আইটি) ফার্ম, সফট্অয়্যার ডেভেলপমেন্ট সংস্থাগুলিতে ওই পদে নিয়মিত নিয়োগ করা হয়ে থাকে। শুরুতে বেতন হিসাবে বরাদ্দ করা হয় ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা।
কম্পিউটার অপারেটর:
কম্পিউটারের বিভিন্ন ফাইল সাজিয়ে রাখা, সফট্অয়্যার পরিচালনা করা, সিস্টেম লগ-এর দেখভাল করার মতো কাজে অপারেটর প্রয়োজন হয়। কম্পিউটার চালনা করতে পারা এবং দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় এমন সফট্অয়্যার ব্যবহারের দক্ষ হলেই দ্বাদশ উত্তীর্ণদের ওই পদে নিয়োগ করা হয়ে থাকে। এই পদে নিযুক্তদের বেতন হিসাবে ১২,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা দেওয়া হয়।
আইটি সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্ট:
ইনফরমেশন টেকনোলজি-র খুঁটিনাটি না জানলেও এই পদে কিছু কিছু সংস্থা কর্মী নিয়োগ করে থাকে। দ্বাদশ উত্তীর্ণদের এ জন্য আলাদা করে প্রশিক্ষণ দিয়ে কাজ শিখিয়ে নেওয়া হয়। মূলত ইন্টারনেটের নেটওয়ার্ক এবং কম্পিউটার চালাতে গিয়ে যে সব সমস্যা হয়ে থাকে, তার সমাধানে আইটি বা টেকনিক্যাল সাপোর্ট-এর প্রয়োজন হয়। এই কাজে নিযুক্তদের ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হয়ে থাকে।
কাস্টমার সার্ভিস এগ্জ়িকিউটিভ:
ফোনে কথা বলে প্রযুক্তিগত সমস্যা মেটাতে পারবেন এমন কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। মূলত কল সেন্টার কিংবা প্রযুক্তিনির্ভর সংস্থাগুলিতে ওই পদে কর্মীর চাহিদা রয়েছে। ইংরেজি এবং স্থানীয় ভাষায় সাবলীল কথোপকথন এবং কম্পিউটারের সফট্অয়্যার নিয়ে ওয়াকিবহাল থাকলেই এই কাজে সুযোগ পেতে পারেন দ্বাদশ উত্তীর্ণেরা। বেতন হিসাবে মেনে ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা।
জুনিয়র হার্ডঅয়্যার টেকনিশিয়ান:
কম্পিউটারের পার্টস মেরামত করা, ওই যন্ত্রের সমস্ত সামগ্রী সাজিয়ে দেওয়ার জন্যও হার্ডঅয়্যার টেকনিশিয়ান প্রয়োজন হয়। ওই পদে কাজের জন্য সুযোগ পেতে পারেন দ্বাদশ উত্তীর্ণেরা। তবে, তাঁদের জুনিয়র বিভাগে নিয়োগ করা হবে। বেতনক্রম ১২,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা।
জুনিয়র ওয়েব ডিজ়াইনার:
ওয়েবসাইট তৈরির জন্য ডিজ়াইন-এর কাজ করতে হয়। সেই কাজের জন্য হাইপার টেক্সট মার্ক-আপ ল্যাঙ্গুয়েজ (এইচটিএমএল), কাসকেডিং স্টাইল শিটস (সিএসএস) জানা প্রয়োজন। এই ধরনের বিষয় কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স-এর অধীনে শেখার সুযোগ থাকে। কিছু কিছু ক্ষেত্রে আলাদা করে কম্পিউটারের কোর্স করতে পারলেও এই বিষয়গুলি শিখে নিতে পারেন পড়ুয়ারা। তাতেই উল্লিখিত পদে কাজের সুযোগ পাওয়া যায়। বেতনক্রম হতে পারে ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা।
সোশ্যাল মিডিয়া অপটিমাইজ়ার:
সমাজ মাধ্যমে সক্রিয় হলে কাজের সুযোগ থাকবে ওই পদেও। নিয়মিত সমাজমাধ্যমে পোস্টিং, কন্টেন্ট তৈরি, সার্চ ইঞ্জিন অপটিমাইজ়েশন-এর মতো কাজই করতে হয় নিযুক্তকে। ‘এন্ট্রি লেভেল’ অনুযায়ী, উল্লিখিত পদে কাজের জন্য ১০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ থাকে।
পদোন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ—
কাজে উন্নতির জন্য দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা আলাদা করে সার্টিফিকেট কোর্সও করতে পারেন। এতে তাঁরা চাকরির সঙ্গে সঙ্গে দক্ষতা বৃদ্ধি করে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন।