সলমন খান নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন যেখানে তিনি একাই কোটি কোটি দর্শকককে সিনেমা হলে টেনে নিয়ে আসতে পারেন। সেই কারণে তিনি বি টাউনের ‘সুলতান’। সলমনের স্টারডামটা এমন জায়গায় পিয়ে পৌঁছেছে যে তাঁর কোনও ছবি মুক্তি পেলে, একশো কোটির ক্লাবে ঢোকা আটকায় কার সাধ্যি! কিন্তু সল্লুভাইয়ের এই ব্যাপক স্টারডাম একদিনে আসেনি। কেরিয়ারের শুরুর দিকে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে তাঁকে। এ হেন হিট মেশিন সলমনেরও বেশ কয়েকটি ছবি মুক্তিই পায়নি। কোনওটার কাজ কিছুটা এগিয়েছিল, কোনওটা আবার প্রায় শেষ হয়ে গিয়েছিল। তেমনই কয়েকটি ছবির হদিশ রইল সঙ্গের গ্যালারিতে।
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই শাহরুখকে টেক্কা দিলেন সলমন