Advertisement
১৯ এপ্রিল ২০২৪
83

83: বক্স অফিসের কাপ অধরা

ট্রেড অ্যানালিস্টরাও অবাক কবীর খান পরিচালিত ‘এইটিথ্রি’র ব্যবসায়। যেখানে ‘পুষ্পা’ স্রেফ দক্ষিণ ভারতেই নয়, গোটা দেশেই ভাল ফল করেছে।

ছবিতে রণবীর।

ছবিতে রণবীর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ০৮:১৮
Share: Save:

যতটা প্রত্যাশা ছিল ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের আধারে তৈরি ‘এইটিথ্রি’ নিয়ে, বক্স অফিসে ততটা সফল হল না ছবি। রণবীর সিংহের দুর্দান্ত পারফরম্যান্স, সর্বোপরি তিরাশির নস্ট্যালজিয়া বক্স অফিসে ফসল ফলাতে পারল না। মুক্তির প্রথম তিন দিনে সারা ভারতে ‘এইটিথ্রি’র কালেকশন ৪৭ কোটি টাকা। অন্য দিকে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ়’ মুক্তির দশ দিন পরেও ভাল ব্যবসা দিয়ে চলেছে। অল্লু অর্জুন অভিনীত ছবিটি প্রথম সপ্তাহে ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে এই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ‘স্পাইডার-ম্যান নো ওয়ে হোম’। মার্ভেলের এই ছবিটি প্রথম তিন দিনেই ১০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছিল।

ট্রেড অ্যানালিস্টরাও অবাক কবীর খান পরিচালিত ‘এইটিথ্রি’র ব্যবসায়। বিশেষত উল্টো দিকে যেখানে ‘পুষ্পা’ স্রেফ দক্ষিণ ভারতেই নয়, গোটা দেশেই ভাল ফল করেছে। স্পাইডার-ম্যানের ছবির ব্যবসায়িক সাফল্য অবশ্য প্রত্যাশিতই ছিল।

‘এইটিথ্রি’ নিয়ে সমালোচকেরা উচ্ছ্বসিত। দর্শকমহলেও কোনও নেতিবাচক আলোচনা নেই। তা সত্ত্বেও কেন ছবিটি বক্স অফিসে ম্যাজিক তৈরি করতে পারছে না? ট্রেড অ্যানালিস্টদের একাংশের মতে, মসালা এন্টারটেনমেন্টের ফর্মুলায় হিট হয়েছে অক্ষয়কুমারের ‘সূর্যবংশী’, কিন্তু ‘এইটিথ্রি’ তা নয়। অতিমারির আবহে দর্শক সম্ভবত সিনেমা হলে গিয়ে এই ধরনের ছবি দেখতে চাইছেন না। আবার অনেকে মনে করছেন, তিরাশির বিশ্বকাপ জয় নতুন প্রজন্মকে ততটা আকর্ষণ করতে পারছে না। কারণ যা-ই হোক, বড় বাজেটের ছবির এই ব্যবসা নিয়ে নির্মাতারা হতাশ বইকি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

83
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE