Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ জানুয়ারি ২০২২ ই-পেপার

নিজের কিডনিতে শ্রদ্ধার অটোগ্রাফ চাইলেন অনুরাগী!

নিজস্ব প্রতিবেদন
২১ জুলাই ২০১৭ ১৪:০২
শ্রদ্ধা কপূর। ছবি: শ্রদ্ধার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

শ্রদ্ধা কপূর। ছবি: শ্রদ্ধার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ফ্যান হো তো অ্যায়সি!

একথাই হয়তো এখন বলছেন শ্রদ্ধা কপূর! কেন বলুন তো? বিষয়টি ঠিক কী?

বলিউডে শ্রদ্ধা প্রথম থেকেই ঠিক যেন পাশের বাড়ির মেয়ের ইমেজ মেনটেন করেন। সেই ধরনের চরিত্রই বেছে নিয়েছেন কেরিয়ারের শুরু থেকে। তবে এ বার বড় চমক। সৌজন্যে ‘হাসিনা পার্কার’। এই ছবিতে ডন দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফার্স্ট লুক হোক বা ট্রেলার একেবারে অচেনা শ্রদ্ধাকে দেখেছেন দর্শক।

Advertisement

আরও পড়ুন, শাহরুখের ফোন নম্বর জানেন?

এই ছবির প্রচারেই সম্প্রতি টুইটারে অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন নায়িকা। অনেক সময়ই অনুরাগীরা তারকাদের অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলে দেন। শ্রদ্ধার সঙ্গেও ঠিক তেমনটাই ঘটেছে। এক অনুরাগী তাঁকে টুইটারে বলেন, ‘আমার বাঁদিকের কিডনিতে আপনার অটোগ্রাফ চাই।’ এ ধরনের আবদারে অবাক হয়ে যান শ্রদ্ধা। তবে চটজলদি সামলে নেন তিনি। নায়িকা উত্তর দেন, ‘আরে বাপ রে, না না। কাগজের ওপর অটোগ্রাফ দেব।’

আরও পড়ুন

Advertisement