যতই বলুন, প্রেম নেই! বলিউড বলছে, কিছু তো আছে। সেই গুঞ্জনে নতুন ইন্ধন সলমন খানের বোন অর্পিতা খান শর্মার সাম্প্রতিক মন্তব্য! তিনি সরাসরি মাহী বিজকে সমর্থন করেছেন। নাদিম নাদজ়কে উদ্দেশ করে লিখেছেন, “কেউ যদি তোমায় পছন্দ করেই ফেলে...!”
সমাজমাধ্যম আপাতত তারকাদের নিজের মতামত জানানোর মোক্ষম অস্ত্র। বন্ধুত্ব, ভাললাগা, ভালবাসা, বিয়ে, বিচ্ছেদ— সবই এই মাধ্যমে। যাবতীয় শুভেচ্ছা জানানোর হাতিয়ারও এই মাধ্যম। যেমন, রবিবার ছিল সলমন খানের বিশেষ বন্ধুর জন্মদিন। সমাজমাধ্যমে তাঁর সঙ্গে তোলা পুরনো ছবি ভাগ করে শুভেচ্ছা জানিয়েছিলেন মাহী। তার থেকেই তো এত বিতর্ক!
তাই সলমনের বোনও সমাজমাধ্যমেই আশ্রয় নিয়েছেন। তিনি নাদিমকে সমর্থন জানিয়ে লিখেছেন, “কেউ যদি তোমায় পছন্দ করেই ফেলে...।” এ-ও প্রশ্ন তুলেছেন, “তোমার মতো একজনকেও যদি এ ভাবে কাঠগড়ায় তোলা হয়, তা হলে আমরা কোন পৃথিবীতে বাস করছি?” অর্পিতার এই সমর্থন নেটাগরিকদের আলোচনায় নতুন ইন্ধন জুগিয়েছে। কারণ, একমাত্র নিজের পরিবার ছাড়া অর্পিতা চট করে কারও সম্পর্কে প্রকাশ্যে মতামত দেন না।
জয় ভানুশালী-মাহী বিজের সন্তান তারা নাদিমকে ‘আব্বা’ ডাকে। নাদিম-মাহীর সম্পর্ক নিয়ে এত আলোচনার এটাই প্রধান কারণ। দ্বিতীয় কারণ, সদ্য বিবাহবিচ্ছিন্ন মাহী নাদিমকে সম্বোধন করে লিখেছেন, ‘ভালবাসি’! ব্যস, জয়-মাহীর ১৪ বছরের বিয়ে ভাঙার কারণ হিসাবে আপাতত কাঠগড়ায় অভিনেত্রীর ছ’বছরের পুরনো ‘বন্ধু’। যদিও মাহীর হয়ে গলা ফাটিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। তাঁর দাবি, দম্পতি নাদিমকে নিজের পরিবারের একজন বলেই মানেন। বিচ্ছেদের পরেও জয় কিন্তু মাহীর পাশে। পূর্ণ সমর্থন জানিয়েছেন অঙ্কিতাকে।
আর মাহী? যাঁকে নিয়ে এত কথা...! তিনিও তোপ দেগেছেন সমাজমাধ্যমেই। একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, “নাদিম আমার অন্যতম সেরা বন্ধু। আজীবন সেটাই থাকবে।” তার পরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। বলেন, “আপনারা এত নীচ যে ‘আব্বা’ শব্দটাকেই নোংরা করে দিলেন! আপনাদের লজ্জা হওয়া উচিত। যাঁরা আমাদের বন্ধুত্বকে নিয়ে নোংরামি করলেন, তাঁদের ধিক্কার। আপনারা এতটাই ছোট মনের যে, আমার সঙ্গে নাদিমেরও অকারণ বদনাম করলেন। এই আচরণ একেবারেই কাম্য নয়।” অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, “খুব ভাল বন্ধুকে কি কেউ ‘ভালবাসি’ বলে না?”