জাইরা ওয়াসিম। ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার পর এক ডাকে এখন প্রায় সকলেই তাঁকে চেনেন। যদি তাও অসুবিধে হয়, ‘দঙ্গল’-এ গীতা ফোগতের ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছেন, এই রেফারেন্স দিলেই দর্শকের মনে ভেসে ওঠে জাইরার মুখ। এ হেন অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার অনুরোধ অনুরাগীরা জানাবেন, সেটাই তো স্বাভাবিক। সম্প্রতি এমন অনুরোধও এল, কিন্তু তার পর যা হল সেটা অবাক হওয়ার মতো।
আরও পড়ুন, শাহরুখের মেয়ের বিকিনি পরা ছবি ভাইরাল
সম্প্রতি এক তরুণ অনুরাগী নাকি জাইরার সঙ্গে ছবি তুলতে চান। জাইরারও তাতে কোনও আপত্তি ছিল না। তবে ওই অনুরাগীকে ‘ভাইয়া’ বলে ডাকেন অভিনেত্রী। আর তাতেই নাকি ওই অনুরাগীর সব উত্সাহে ভাঁটা পড়ে যায়! লখনউয়ের একটি শো-এ হাজির হয়ে এ কথা নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী।