Advertisement
E-Paper

ফ্লপের ধাক্কায় বিপর্যস্ত অভিষেক?

তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বরাবর। কিন্তু, তাঁর সব ছবি বক্স অফিস কাঁপিয়েছে, এমন নয় মোটেও। ফ্লপের ধাক্কা তাঁর কেরিয়ারে লেগেছে বার বার। অভিষেক বচ্চন সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইটা জারি রেখেছেন। কিন্তু, ফ্লপ ছবি যে তাঁকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দিতে পারে, কবুল করেছেন সে কথাও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০০:০৬

তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বরাবর। কিন্তু, তাঁর সব ছবি বক্স অফিস কাঁপিয়েছে, এমন নয় মোটেও। ফ্লপের ধাক্কা তাঁর কেরিয়ারে লেগেছে বার বার। অভিষেক বচ্চন সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইটা জারি রেখেছেন। কিন্তু, ফ্লপ ছবি যে তাঁকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দিতে পারে, কবুল করেছেন সে কথাও।

তবে তাঁর অভিনয় জীবনের শুরুতে সে কথা কখনও জানাননি অভিষেক। সম্প্রতি অবশ্য বলছেন, একটা ছবি ফ্লপ করলেই তাঁকে নিয়ে নানা কথা শুরু হয়ে যায়। কিন্তু, কোনও অভিনেতাই চান না তাঁর ছবি ফ্লপ হোক। সকলেই চান দর্শকদের প্রশংসার পাশাপাশি তা ভাল ব্যবসা করুক।

ছবি ফ্লপের পরে তীব্র সমালোচনা শোনার পর ফের দুনিয়ার মুখোমুখি দাঁড়ানোটা অত্যন্ত কঠিন কাজ, এ-ও স্বীকার করেছেন অভিষেক। ‘অল ইজ ওয়েল’ ছবিতে অনেক দিন পরে একক নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অমিতাভ বচ্চনের ছেলে এই মুহূর্তে অত্যন্ত বেছে বেছে ছবি করছেন। সম্প্রতি ‘হাউসফুল ৩’-র শ্যুটিং শুরু করেছেন। আগের তিনটি ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ধুম ৩’ এবং ‘বোল বচ্চন’ অবশ্য বক্স অফিসে ভাল সাড়া ফেলেছিল।

Abhishek Bachchan Amitabh Bachchan All Is Well Housefull 3 Happy New Year Dhoom 3 Bol Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy