গত বার তাঁর দল তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-র রাজনৈতিক কর্মসূচিতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ৩৯ জন। এ বার সেই থলপতি বিজয়কে নির্বাচনী প্রচারের কর্মসূচির জন্য অনুমতি দিল তামিলনাড়ু পুলিশ। তবে মানতে হবে ৮৪টি শর্ত। ১৮ ডিসেম্বর তামিলনাড়ু ইরোডে রয়েছে সেই কর্মসূচি।
আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে বিজয়ের দলকে কর্মসূচির অনুমোদন দিয়ে পুলিশ জানিয়েছে, আয়োজকদের ৫০ হাজার টাকা আগাম জামানত দিতে হবে। কর্মসূচির পরে ওই এলাকা পরিষ্কার করে দিতে হবে। তা ছাড়া কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে টিভিকে-কে। সেই শর্তও দিয়েছে ইরোড পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইরোডে ১৮ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচির জন্য অনুমতি চেয়েছে বিজয়ের দল। একটি বেসরকারি মন্দিরের জমিতে হবে কর্মসূচি। অনুমোদন চেয়ে বিজয়ের দলের তরফে আবেদন জমা পড়ার পরে সেই জায়গা পরিদর্শন করে পুলিশের একটি দল। তার পরেই ছাড়পত্র দেয় পুলিশ।
আরও পড়ুন:
গত সেপ্টেম্বরে তামিলনাড়ুর করুরে বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মারা যান ৩৯ জন। সূত্রের খবর, প্রাথমিক ভাবে ৩০ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা তথা রাজনীতিককে দেখতে জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ। আট থেকে আশি মিলিয়ে ৬০ হাজারের বেশি মানুষ ওই সভায় উপস্থিত ছিলেন। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। কিন্তু অভিযোগ, প্রায় ছ’ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছোন বিজয়। ততক্ষণে ভিড় লাগামছাড়া হয়ে যায়। আর তার জেরেই বিপত্তি। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা বিজয়। তাঁকে ভর্ৎসনা করে মাদ্রাজ হাই কোর্ট। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এ বার তাই সাবধানী তামিলনাড়ু পুলিশ।