হোটেলে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন ২১ বছরের তরুণী। শোরগোলের কারণে স্থানীয়েরা অভিযোগ জানান থানায়। পুলিশ হোটেলে এলে বাঁচতে হোটেলের বারান্দার পাইপ বেয়ে নীচে নামার চেষ্টা করেন তরুণী। আর তাতেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বেঙ্গালুরুর ঘটনা। তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
তরুণীর বাবা থানায় জানিয়েছেন, তাঁর কন্যা ব্রুকফিল্ডের একটি হোটেলে শনিবার রাতে সাত বন্ধুর সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন। হোটেলে তিনটি ঘর ভাড়া নিয়েছিলেন তাঁরা। রাত ১টা থেকে শুরু হয় পার্টি। পার্টিতে কোলাহল হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয়েরা বিরক্ত হয়ে থানায় খবর দেন। পুলিশ হোটেলে হানা দেয়। অভিযোগ, তাদের এড়িয়ে যেতে হোটেলের বারান্দার পাইপ বেয়ে নেমে যাওয়ার চেষ্টা করেছিলেন তরুণী। তখনই তিনি পড়ে গিয়ে মাথায়, বুকে গুরুতর চোট পান। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাঁর সঙ্গীরা।
আরও পড়ুন:
তরুণীর বন্ধুদের একাংশের অভিযোগ, পুলিশ তাঁদের থেকে টাকা চেয়েছিল। যদিও এই নিয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি। পুলিশের একটি সূত্র বলছে, কর্মীদের গায়ে যে ক্যামেরা লাগানো ছিল, তা থেকে মেলা ফুটেজে এই ধরনের ঘটনার প্রমাণ মেলেনি। তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগকারী তাঁর কন্যার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করার দাবিও করেছেন।