Advertisement
০১ ফেব্রুয়ারি ২০২৩
unseen friend

বিরুষ্কার সঙ্গে হনিমুনে ছিলেন ইনিও!

ইনস্টাগ্রামে তিনি আনসিন ফ্রেন্ড। দেশের প্রায় প্রত্যেক সেলেব্রিটির সঙ্গেই যেন তাঁর ওঠাবসা। প্রত্যেকের সঙ্গেই রয়েছে তাঁর ‘ছবি’। বলিউডের প্রত্যেক সেলেব্রিটির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে তাঁকে। বিরুষ্কার সঙ্গে হনিমুনেও কি তিনি ছিলেন? ছবি তো অন্তত তাই বলছে। দেখে মনে হচ্ছে প্রত্যেকেই তাঁর বিশেষ বন্ধু। সত্যিই কি তাই?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৪:০০
Share: Save:
০১ ১৭
ইনস্টাগ্রামে তিনি আনসিন ফ্রেন্ড। দেশের প্রায় প্রত্যেক সেলেব্রিটির সঙ্গেই যেন তাঁর ওঠাবসা। প্রত্যেকের সঙ্গেই রয়েছে তাঁর ‘ছবি’। বলিউডের প্রত্যেক সেলেব্রিটির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে তাঁকে। বিরুষ্কার সঙ্গে হনিমুনেও কি তিনি ছিলেন? ছবি তো অন্তত তাই বলছে। দেখে মনে হচ্ছে প্রত্যেকেই তাঁর বিশেষ বন্ধু। সত্যিই কি তাই?

ইনস্টাগ্রামে তিনি আনসিন ফ্রেন্ড। দেশের প্রায় প্রত্যেক সেলেব্রিটির সঙ্গেই যেন তাঁর ওঠাবসা। প্রত্যেকের সঙ্গেই রয়েছে তাঁর ‘ছবি’। বলিউডের প্রত্যেক সেলেব্রিটির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে তাঁকে। বিরুষ্কার সঙ্গে হনিমুনেও কি তিনি ছিলেন? ছবি তো অন্তত তাই বলছে। দেখে মনে হচ্ছে প্রত্যেকেই তাঁর বিশেষ বন্ধু। সত্যিই কি তাই?

০২ ১৭
আসলে গোবিন্দ সাহা নামের এই যুবক এমনভাবে ফোটোশপ করেছেন ছবিগুলি, দেখে বোঝার উপায় নেই। ছবিগুলি দেখে মজা পেয়েছেন অনেকেই। রীতিমতো ভাইরাল হয়েছে সেলেবদের সঙ্গে ফোটোশপ করা প্রতিটি ছবি। যেমন মাধবনের সঙ্গে খালি গায়ে সেলফির এই ছবিটি। বলিউডের মারাত্মক ফ্যান বলেই যুবক এই ছবিগুলি তৈরি করেছেন, এমনটাই জানা গিয়েছে।

আসলে গোবিন্দ সাহা নামের এই যুবক এমনভাবে ফোটোশপ করেছেন ছবিগুলি, দেখে বোঝার উপায় নেই। ছবিগুলি দেখে মজা পেয়েছেন অনেকেই। রীতিমতো ভাইরাল হয়েছে সেলেবদের সঙ্গে ফোটোশপ করা প্রতিটি ছবি। যেমন মাধবনের সঙ্গে খালি গায়ে সেলফির এই ছবিটি। বলিউডের মারাত্মক ফ্যান বলেই যুবক এই ছবিগুলি তৈরি করেছেন, এমনটাই জানা গিয়েছে।

০৩ ১৭
সেলেবদের সঙ্গে ওঠাবসার ইচ্ছা থাকে আর পাঁচ জন সাধারণ মানুষেরও। সেটা ভেবেই বলিউডের বিখ্যাত স্টার কিড শাহরুখ খান কন্যা সুহানা, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা, ও সঞ্জয় কপূরের মেয়ে শানায়া কপূরের সঙ্গে ফোটোশপ করা ছবিতে তিনি লিখেছেন ‘স্টারকিডাশিয়ানস’।

সেলেবদের সঙ্গে ওঠাবসার ইচ্ছা থাকে আর পাঁচ জন সাধারণ মানুষেরও। সেটা ভেবেই বলিউডের বিখ্যাত স্টার কিড শাহরুখ খান কন্যা সুহানা, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা, ও সঞ্জয় কপূরের মেয়ে শানায়া কপূরের সঙ্গে ফোটোশপ করা ছবিতে তিনি লিখেছেন ‘স্টারকিডাশিয়ানস’।

০৪ ১৭
করিনার জিমের ছবিতে নিজেকে জিম প্রশিক্ষক হিসাবে দেখিয়ে ফোটোশপ করেছেন গোবিন্দ সাহা নামের এই যুবক। আর লিখেছেন ‘অলিম্পিকের প্রস্তুতি’

করিনার জিমের ছবিতে নিজেকে জিম প্রশিক্ষক হিসাবে দেখিয়ে ফোটোশপ করেছেন গোবিন্দ সাহা নামের এই যুবক। আর লিখেছেন ‘অলিম্পিকের প্রস্তুতি’

০৫ ১৭
এমবিএ ছাত্র গোবিন্দ ফোটোশপকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। তা করতে গিয়েই ‘কভার শুট চ্যালেঞ্জ’ বলে ট্যাগ গিয়ে জাহ্নবী কপূর ও সুহানা খানকে ট্যাগ করে ‘আনসিন ফ্রেন্ড’ প্রোফাইল থেকে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ফোটোশপ করা ছবি পোস্ট করেছেন।

এমবিএ ছাত্র গোবিন্দ ফোটোশপকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। তা করতে গিয়েই ‘কভার শুট চ্যালেঞ্জ’ বলে ট্যাগ গিয়ে জাহ্নবী কপূর ও সুহানা খানকে ট্যাগ করে ‘আনসিন ফ্রেন্ড’ প্রোফাইল থেকে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ফোটোশপ করা ছবি পোস্ট করেছেন।

০৬ ১৭
অনুষ্কা শর্মার ‘পরী’ ছবির একটি দৃশ্যকে ফোটোশপ করে তিনি লিখেছেন, যখন তিনি পরীর সঙ্গে আবির খেলার চেষ্টা  করেছিলেন, কিন্তু তা ঠিক জমেনি!

অনুষ্কা শর্মার ‘পরী’ ছবির একটি দৃশ্যকে ফোটোশপ করে তিনি লিখেছেন, যখন তিনি পরীর সঙ্গে আবির খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তা ঠিক জমেনি!

০৭ ১৭
দীপিকার বিয়ের পর তোলা হয়েছে এমন একটি ছবির সঙ্গে ফোটোশপ করে তিনি লিখেছেন, ‘যখন সপ্তাহান্তেও কাজ করতে হয়’।

দীপিকার বিয়ের পর তোলা হয়েছে এমন একটি ছবির সঙ্গে ফোটোশপ করে তিনি লিখেছেন, ‘যখন সপ্তাহান্তেও কাজ করতে হয়’।

০৮ ১৭
প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে প্রিয়ঙ্কার কোলে মাথা রেখে শুয়ে আছেন। সঙ্গে ক্যাপশন, ‘কে নিক জোনাস’!

প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে প্রিয়ঙ্কার কোলে মাথা রেখে শুয়ে আছেন। সঙ্গে ক্যাপশন, ‘কে নিক জোনাস’!

০৯ ১৭
শাহিদ কপূরের ‘পদ্মাবত’ ছবির সেটে একটি ছবি ফোটোশপ করে লিখেছেন, শাহিদ একজন অলস কর্মী। শুধু সাজগোজেই ব্যস্ত। আসলে পদ্মাবতের সেটে রীতিমতো জমকালো পেশাক পরেই সারক্ষণ ছিলেন শাহিদ। সেটা নিয়েই হয়তো রসিকতা করতে চেয়েছেন ‘আনসিন ফ্রেন্ড’

শাহিদ কপূরের ‘পদ্মাবত’ ছবির সেটে একটি ছবি ফোটোশপ করে লিখেছেন, শাহিদ একজন অলস কর্মী। শুধু সাজগোজেই ব্যস্ত। আসলে পদ্মাবতের সেটে রীতিমতো জমকালো পেশাক পরেই সারক্ষণ ছিলেন শাহিদ। সেটা নিয়েই হয়তো রসিকতা করতে চেয়েছেন ‘আনসিন ফ্রেন্ড’

১০ ১৭
অরিজিৎ সিংহের গান গাওয়ার মাইক্রোফোন ঠিক করছেন তিনি, ফোটোশপ করে এমন একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

অরিজিৎ সিংহের গান গাওয়ার মাইক্রোফোন ঠিক করছেন তিনি, ফোটোশপ করে এমন একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

১১ ১৭
অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি পোস্ট করে এই ‘আনসিন ফ্রেন্ড’ নামধারী যুবক লিখেছেন, বিট কয়েনের মূল্য ৫০ শতাংশ কমে গিয়েছিল গত রাতে। এই ছবিগুলি নিয়ে বিতর্ক যে একেবারেই হয়নি, তা নয়। তবে একেবারে নিখাদ মজা ভেবেই অনেক নেটিজেনই এই পোস্টে লাইক দিয়েছেন।

অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি পোস্ট করে এই ‘আনসিন ফ্রেন্ড’ নামধারী যুবক লিখেছেন, বিট কয়েনের মূল্য ৫০ শতাংশ কমে গিয়েছিল গত রাতে। এই ছবিগুলি নিয়ে বিতর্ক যে একেবারেই হয়নি, তা নয়। তবে একেবারে নিখাদ মজা ভেবেই অনেক নেটিজেনই এই পোস্টে লাইক দিয়েছেন।

১২ ১৭
বিরাট-অনুষ্কা করবা চৌথের ছবির পাশে নিজেকে বসিয়েছেন গোবিন্দ ফোটোশপ করে, আর লিখেছেন, ‘আমি কবে ব্রত ভাঙব, আমার চাঁদ কবে আসবে?’

বিরাট-অনুষ্কা করবা চৌথের ছবির পাশে নিজেকে বসিয়েছেন গোবিন্দ ফোটোশপ করে, আর লিখেছেন, ‘আমি কবে ব্রত ভাঙব, আমার চাঁদ কবে আসবে?’

১৩ ১৭
কর্ণ জোহরের সঙ্গে বলি সেলেবদের দিওয়ালি সেলেব্রেশনের ছবিতে শাহরুখ খানের মাথার উপরেই নিজের ছবি বসিয়ে দিয়েছেন তিনি।

কর্ণ জোহরের সঙ্গে বলি সেলেবদের দিওয়ালি সেলেব্রেশনের ছবিতে শাহরুখ খানের মাথার উপরেই নিজের ছবি বসিয়ে দিয়েছেন তিনি।

১৪ ১৭
‘শপিং ডান ফর বিগেস্ট ওয়েডিং ফর দ্য ইয়ার’ ইতালিতে নিজের ‘ভালবাসার মানুষ’-দের সঙ্গে যাচ্ছেন আলিয়া-রণবীর এমনটা লিখেও গোবিন্দ দিব্যি তাঁদের পাশে নিজেকে বসিয়ে দিয়েছেন ফোটোশপে।

‘শপিং ডান ফর বিগেস্ট ওয়েডিং ফর দ্য ইয়ার’ ইতালিতে নিজের ‘ভালবাসার মানুষ’-দের সঙ্গে যাচ্ছেন আলিয়া-রণবীর এমনটা লিখেও গোবিন্দ দিব্যি তাঁদের পাশে নিজেকে বসিয়ে দিয়েছেন ফোটোশপে।

১৫ ১৭
সবচেয়ে ভাইরাল ছবিটি হল কর্ণ জোহর, রণবীর সিংহ, রাজকুমার রাওদের সঙ্গে নরেন্দ্র মোদীর সেলফি। এই ছবিতে অন্যদিকে মুখ ফেরানো রাহুল গাঁধীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সারাদিন আড্ডা, গসিপ আরও অনেক কিছু’।

সবচেয়ে ভাইরাল ছবিটি হল কর্ণ জোহর, রণবীর সিংহ, রাজকুমার রাওদের সঙ্গে নরেন্দ্র মোদীর সেলফি। এই ছবিতে অন্যদিকে মুখ ফেরানো রাহুল গাঁধীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সারাদিন আড্ডা, গসিপ আরও অনেক কিছু’।

১৬ ১৭
ওই যুবক মজা করে নিজেকে বলিউডের ফেভারিট ফ্রেন্ড বলে উল্লেখ করেছেন। দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের বিয়ের পুরোহিত হিসাবে নিজেকে দেখিয়ে পোস্ট করে লিখেছেন, তাঁর হাতে পৌরোহিত্যের দায়িত্ব অর্পণ করায় তিনি দীপবীরকে নিয়ে খুশি।

ওই যুবক মজা করে নিজেকে বলিউডের ফেভারিট ফ্রেন্ড বলে উল্লেখ করেছেন। দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের বিয়ের পুরোহিত হিসাবে নিজেকে দেখিয়ে পোস্ট করে লিখেছেন, তাঁর হাতে পৌরোহিত্যের দায়িত্ব অর্পণ করায় তিনি দীপবীরকে নিয়ে খুশি।

১৭ ১৭
কখনও বা রাধিকা আপ্তের পাশে বসে ল্যাপটপ দেখার ছবি, কখনও বা আলিয়া ভট্টের পাশে বসে একটি ছবিও পোস্ট করেছেন ফোটোশপ করে। এমনই নিখুঁত সে ফটোশপ, দেখে বোঝার উপায় নেই। ক্যাপশনে লিখেছেন, গত মাসে লুডো খেলার পর, রাম পেয়ারি ও রাম কানহাইয়া!

কখনও বা রাধিকা আপ্তের পাশে বসে ল্যাপটপ দেখার ছবি, কখনও বা আলিয়া ভট্টের পাশে বসে একটি ছবিও পোস্ট করেছেন ফোটোশপ করে। এমনই নিখুঁত সে ফটোশপ, দেখে বোঝার উপায় নেই। ক্যাপশনে লিখেছেন, গত মাসে লুডো খেলার পর, রাম পেয়ারি ও রাম কানহাইয়া!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.