এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে চোখে হারাচ্ছেন আমির খান। যেখানেই যাচ্ছেন, সঙ্গে থাকছেন প্রেমিকা। সম্প্রতি এ-ও জানিয়েছেন, গৌরীর সঙ্গে ইতিমধ্যেই মনে মনে বিয়ে সেরে ফেলেছেন। যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক রয়েছে অভিনেতার। দুই স্ত্রীর তিন সন্তানকেই দেখা যায় আমিরের সঙ্গে ঘোরাফেরা করতে। যে কোনও উৎসব একসঙ্গে উদ্যাপন করেন তারা। কিন্তু এ বার বড় ছেলে জুনেইদকে প্রকাশ্যে ‘নেপো কিড’ বলে ধমক দিলেন আমির। হঠাৎ বাবার বিরাগভাজন হয়ে উঠলেন জুনেইদ!
আরও পড়ুন:
সদ্য মুক্তি পাওয়া আমিরের ‘সিতারে জ়ামিন পর’ ছবিটি দর্শক এখন দেখতে পাচ্ছেন ইউটিউবের পর্দায়। সিনেমা হলে ভালই ব্যবসা করেছে আমিরের এই ছবি। এখন ১০০ টাকার বিনিময়ে সেই ছবি দেখা যাবে মোবাইলের ছোট পর্দায়। বড় পর্দায় হোক কিংবা অন্য পর্দা ছবির প্রচার তো করতেই হবে। ইউটিউবে কী ভাবে এই সিনেমাটি দর্শক দেখতে পাবেন, কত টাকার বিনিময়ে দেখতে পাবেন, সবটাই আমির জানিয়েছেন দর্শককে, সেটা একেবারেই অন্যরকম কায়দায়। ছেলে জুনেইদের সঙ্গে আমিরের সেই ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল।
বিজ্ঞাপনের শুরুতেই দেখা যায় আমির বাড়ি ঢুকেই দেখতে পান এক জন বাড়িতে বসেই ‘সিতারে জ়মিন পর’ দেখছেন। এই দৃশ্য দেখে আমির ভীষণ রেগে যান। তার পরে ওই ব্যক্তির থেকে তিনি শুনতে পান এই গোটা ব্যাপারটাই জুনেইদের মস্তিষ্কপ্রসূত। তাতেই বেশ খানিকটা রেগে আমির ঘরে ঢুকে ছেলেকে বকাবকি করতে শুরু করেন। জুনেইদ বাবাকে শান্ত করতে গেলে তখনই আমির নিজের দুটি ব্যর্থ ছবির নাম মনে করিয়ে দেন ছেলেকে। এর পরেই জুনেইদ বাবাকে তাঁর ওপর ভরসা রাখতে বলেন। কপট রাগ দেখিয়ে আমির ছেলেকে ‘নেপো কিড’ বলে সম্বোধন করেন। এ ভাবেই নিজের ছবি ‘সিতার জ়ামিন পর’র প্রচার সেরে ফেলেন আমির।