এমনিতেই তাঁকে আমরা নানা ভূমিকায় দেখেছি। কমেডি হোক বা অ্যাকশন বা রোম্যান্টিক দৃশ্য সবেতেই সাবলীল তিনি। তিনি আমির খান। কিন্তু এ বার সান্টাক্লজের ভূমিকাতেও আমির! না, কোনও নতুন ছবির জন্য নয়। কোনও বলিউড পার্টির জন্যও নয়।
বড়দিন উপলক্ষে ছেলে আজাদ এবং তাঁর ছোট্ট বন্ধুদের জন্য সান্টাক্লজের ভূমিকায় অবতীর্ণ হলেন আমির।
আমির খান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে নিজের সান্টাক্লজ সাজা ছবি পোস্ট করে লিখেছেন, “বাচ্চাদের জন্য বাড়িতে ক্রিসমাস পার্টিতে ‘সান্টা পর্ব’ সবেমাত্র শেষ হল। সকলকে জানাই মেরি ক্রিসমাস।”