Advertisement
E-Paper

ইনিই কি আমির খানের হবু জামাই?

অন্য একটি ছবিতে মিশালের কোলে মাথা রেখেছেন আমির খানের মেয়ে। মিশালের ঠোঁট আলতো করে ছোঁয়া ইরার কপালে। 

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৫:৪০
ক্যালিফোর্নিয়ায় মিশালের সঙ্গে সময় কাটাচ্ছেন ইরা। ছবি ইরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

ক্যালিফোর্নিয়ায় মিশালের সঙ্গে সময় কাটাচ্ছেন ইরা। ছবি ইরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির দৌলতে মিডিয়ার আলোচনায় চলে আসেন বলিউড সেলিব্রিটিদের ছেলে মেয়েরা। কিছুদিন আগেই শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বন্ধুবান্ধব নিয়ে পার্টির ছবি-ভিডিয়ো নিয়ে আলোচনায় মেতেছিল নেট দুনিয়া। সম্প্রতি এক যুবকের সঙ্গে সময় কাটানোর একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আমির খানের মেয়ে ইরা খান। তার পরই ট্রেন্ডিং লিস্টে চলে এসেছেন তিনি।

ইরার সঙ্গী ওই যুবকের নাম মিশাল কিরপালনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ছুটি কাটাচ্ছেন ইরা। সেখান থেকেই মিশালের সঙ্গে ঘনিষ্ট মুহূর্ত কাটানোর ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আপনাদের বসন্তের ছুটি রৌদ্রোজ্জ্বল ও হাসি-খুশিতে কাটছে আশা করি। যেমন কাটছে আমাদের— আমার ও মিশালের।’

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই সব ছবিতে হাসি মুখে দেখা যাচ্ছে মিশাল ও ইরাকে। অন্য একটি ছবিতে মিশালের কোলে মাথা রেখেছেন আমির খানের মেয়ে। মিশালের ঠোঁট আলতো করে ছোঁয়া ইরার কপালে।

Hope your Spring Break was sunny and smiley as @mishaalkirpalani's, which of course, I piled onto ❤❤❤ 📸 @sahirahoshidar

A post shared by Ira Khan (@khan.ira) on

আর এই সব ছবি ঘিরেই আমির খানের মেয়ে ইরাকে নিয়ে আগ্রহ বেড়েছে নেটিজেনদের। তাঁদের জিজ্ঞাস্য, তাহলে মিশালই কি আমির খানের হবু জামাই?

Happy Birthday, Sleepyhead❤

A post shared by Ira Khan (@khan.ira) on

ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে মিশাল একজন শিল্পী, প্রোডিউসার ও সুরকার। এর আগে ২০১৯-এর নববর্ষের সময় এবং মিশালের জন্মদিনে নিজেদের আলিঙ্গনরত ছবি প্রকাশ করেছিলেন আমির খানের মেয়ে।

New Year's is such a weird concept. But we go along with it anyway. And its fun.. So Happy New Year!❤

A post shared by Ira Khan (@khan.ira) on

আরও পড়ুন: মিমি-নুসরতের রাজনীতিতে আসা নিয়ে এত প্রশ্ন কেন: যশ

Welcome to the family, Simba.

A post shared by Ira Khan (@khan.ira) on

Ira Khan Aamir Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy