সিনে মহলের চর্চায় বেশ কয়েক মাস ধরেই রয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক। এ বার শোনা গেল, সেই ছবিতে নাকি অভিনয় করবেন আমির খানও!
প্রথমে গুঞ্জন ছিল সঞ্জয় দত্তের বাবা অর্থাত্ সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের অফার পেয়েছেন আমির খান। পরিচালক রাজকুমার হিরানি নাকি সঞ্জয় দত্তের বায়োপিকে আমিরকে ওই ভূমিকায় কাস্ট করতে চেয়েছিলেন। তবে আমির তাতে রাজি হননি। ওই ভূমিকায় শেষ পর্যন্ত অভিনয় করছেন পরেশ রাওয়াল। কিন্তু আমির নাকি থাকছেন এই ছবিতে। কী ভাবে?
‘ওপেন ম্যাগাজিন’-এর খবর অনুযায়ী, এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খানকে। যদিও আমির বা রাজকুমার কেউই এখনও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
‘কাস্টিং কাউচ’-এর লিখিত প্রমাণ দিলেন এই টিভি অভিনেত্রী!
প্রথম বিবাহবার্ষিকীতে যুবরাজকে কী ভাবে উইশ করলেন হেজেল?
বলি মহলের খবর, রাজকুমারের অনুরোধ ফেরাতে পারেন না আমির খান। তাই শেষ পর্যন্ত একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। তাঁর চরিত্রের বিশেষ একটি চমক থাকবে ছবিতে। সব কিছু ঠিক থাকলে ২০১৮-এর ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবি।