লাল সবুজের মিশেলে শাড়ি পরে ছোট্ট আরাধ্যা যখন মঞ্চে উঠল, তখন দর্শকাসনে উপস্থিত মা ঐশ্বর্যাও কি ভাবতে পেরেছিলেন ওইটুকু খুদে এমন সুন্দর অভিনয় করতে পারে!
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৩
মায়ের সঙ্গে আরাধ্যা।
মা ঐশ্বর্যা রাই বচ্চন ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন অনেকগুলো বছর। মেয়ে আরাধ্যার সবে আট। কিন্তু কোনও অংশে কম যায় না সে-ও। স্কুলের বার্ষিক উৎসব ছিল। লাল সবুজের মিশেলে শাড়ি পরে ছোট্ট আরাধ্যা যখন মঞ্চে উঠল, তখন দর্শকাসনে উপস্থিত মা ঐশ্বর্যাও কি ভাবতে পেরেছিলেন ওইটুকু খুদে এমন সুন্দর অভিনয় করতে পারে!
চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। পরিষ্কার উচ্চারণে আরাধ্যা বলতে শুরু করল, “আমি কন্যা। আমি স্বপ্ন। নতুন যুগের স্বপ্ন। এই নতুন পৃথিবীতে আমরা নিশ্চয়ই জেগে উঠব। এমন একটা পৃথিবী যেখানে আমরা মেয়েরা নিরাপদ থাকব। যেখানে সবাই আমাকে ভালবাসবে, শ্রদ্ধা করবে। যেখানে আমার কন্ঠ রুদ্ধ করে দেওয়া হবে না। যেখানে আমার শিক্ষার কদর করা হবে... যেখানে মনুষ্যত্বই শেষ কথা বলবে।”
কিছু দিন আগেই তেলঙ্গানা কাণ্ডের মতো নির্মম ঘটনা ঘটে গিয়েছে। দেশজুড়ে নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। ঠিক এমন সময়েই ছোট্ট আরাধ্যার ওই বলিষ্ঠ বার্তায় আপ্লুত নেটিজেনেরা।
আরও পড়ুন- রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘চান্না মেরেয়া’ গাইতে গিয়ে কেঁদে ফেললেন নেহা, মনে পড়ে গেল প্রাক্তনকে?